Social Icons

Tuesday, May 31, 2016

নিষ্ক্রিয় সিম যেকোন সময় চালু করতে পারবেন গ্রাহক

বাংলাদেশে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনরায় নিবন্ধনের আজ শেষ দিন। সময়সীমা পার হবার পর সিম বন্ধ হয়ে যাবে বলে এর আগে জানানো হলেও, কর্তৃপক্ষ বলছে, আরো দেড় বছর পর্যন্ত গ্রাহক সিমটি পুনঃ নিবন্ধনের সুযোগ পাবেন।
তবে এর মধ্যেও সিম পুনঃ নিবন্ধন করা না হলে, গ্রাহক সেটির মালিকানা হারাবেন।
অপারেটরদের তথ্য অনুযায়ী, এখনো প্রায় তিনকোটির বেশি সিম অনিবন্ধিত রয়েছে। ৩১ মে মঙ্গলবার সিম নিবন্ধনের শেষ দিন।
দুদিন আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এর সময়সীমা আর বাড়ানো হবে না এবং ৩১শে মে পার হলে অনিবন্ধিত সকল সিম বন্ধ করে দেয়া হবে।
পরের দুইমাসের মধ্যে আর সেটি চালু করার কোন সুযোগ তারা পাবেন না। তারা সিম ওঠানো বা কেনার সুযোগ পাবেন না।
Image caption৩১ মে মঙ্গলবারের মধ্যে বায়োমেট্রিক ভেরিফিকেশন করে সিম পুনঃ নিবন্ধন করতে হবে
তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সিম নিষ্ক্রিয় হয়ে গেলেও, বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে গ্রাহক পরের ১৫ মাসের মধ্যে বিনামূল্যে যেকোনো সময় সিমটি পুনরায় সচল করতে পারবেন।
সোমবার রাতে বিটিআরসি থেকে পাঠানো নতুন নির্দেশনায় বলা হয়েছে, ১ জুন থেকে অনিবন্ধিত সিমগুলো নিষ্ক্রিয় হয়ে গেলেও, গ্রাহকরা পরবর্তী ৪৫০ দিনের মধ্যে যেকোনো সময় সেগুলো পুনরায় নিবন্ধন করে চালু করতে পারবেন।
যেসব গ্রাহকরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সিম নিবন্ধন করেছেন, তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
বিটিআরসির জ্যেষ্ঠ সহকারি পরিচালক জাকির হোসাইন খান বিবিসিকে জানান, ৪৫০ দিন পর অপারেটর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগটি পুনরায় বিক্রি করার ঘোষণা দেবে। এই ঘোষণার তিনমাসের মধ্যে গ্রাহক বায়োমেট্রিক ভেরিফিকেশন করে সিমটি চালু করে নিতে পারবেন। তবে এ সময় চালু করতে হলে নতুন সিমের মতোই ফি দিতে হবে।
তবে ৫৪০দিন বা ১৮ মাস পর অনিবন্ধিত সিমটি নতুন সংযোগ হিসাবে অপারেটর অন্য গ্রাহকদের কাছে বিক্রি করে দিতে পারবে।
Image copyrightFOCUS BANGLA
Image captionবাংলাদেশে এখন পর্যন্ত ১০ কোটির বেশি সিম পুনরায় নিবন্ধিত হয়েছে
সিম নিবন্ধনের প্রসঙ্গটি বাংলাদেশের আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত অবশ্য এ প্রসঙ্গে করা একটি রিট খারিজ করে দিয়েছে।
অপরাধমুলক কাজে সিম ব্যবহার বন্ধ করতে, গত ১৬ ডিসেম্বর থেকে জাতীয় পরিচয় পত্রের সঙ্গে আঙ্গুলের ছাপ মিলিয়ে সিম নিবন্ধন চালু করে বাংলাদেশের সরকার।
এই সময় থেকে নতুন সিম কিনতে হলেও এই নিয়ম অনুসরণ করতে হচ্ছে।
আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনের শেষ সময় ৩১ মে রাত ১২টা।

এইমাত্র

বরগুনায় শিশু রবিউল হত্যা মামলায় একমাত্র আসামি মিরাজের মৃত্যুদণ্ডাদেশ

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় আটজনকে হত্যার মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ

কর জালিয়তি মামলা : স্বাক্ষরের বিষয়ে জানেন না মেসি

কর জালিয়তি মামলায় আদালতে বিচারের মুখোমুখি হতে যাওয়া বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি বলেছেন, কোথায় স্বাক্ষর করেছেন তা তিনি জানেন না। আদালতে একজন বিচারককের সামনে নিজের জবানবন্দীতে মেসি বলেন, তার কাছে যে চুক্তিপত্রগুলো আনা হতো তা তিনি কখনো পড়ে দেখে স্বাক্ষর করতেন না। স্থানীয় দৈনিক এল পেরিওডিকোতে সোমবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
 
২০১৩ সালের সেপ্টেম্বরে একজন বিচারকের কাছে মেসির দেয়া একটি নথি পত্রিকাটি দেখছে উল্লেখ করে ৫ বারের বিশ্ব সেরা ফুটবলারের খেতাব পাওয়া মেসির আদালতে হাজিরা দেয়ার একদিন আগে এই রিপোর্টটি প্রকাশ করে।
 
মেসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 'আমি স্বাক্ষর করেছি ঠিকই, কিন্তু আমি চুক্তির নথিগুলো কখনো পড়ে দেখিনি। কোথায় কোথায় স্বাক্ষর করেছি তা আমি সঠিকভাবে বলতে পারব না।'
 
বেলিজ এবং উরুগুয়ের কোম্পানির নকল কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমেজ স্বত্ব থেকে আয় করা ৪.১৬ মিলিয়ন ইউরোর কর ফাঁকি দেয়ার অভিযোগে মেসি এবং তার পিতা হড়িকো মেসিকে অভিযুক্ত করে আদালত। তিন দফা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
 
বার্সেলোনার ওই দৈনিক পত্রিকার খবরে বলা হয়, ওই বিচারক মেসির স্বাক্ষর যুক্ত বেশ ক’টি স্পন্সরশীপ চুক্তি প্রদর্শন করলেও এ সম্পর্কে কিছুই মনে করতে পারেননি মেসি। মেসি শুধু বলেছেন, 'এই বিষয়গুলো আমার বাবাই দেখাশুনা করতেন। তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। আমি নিজেকে সব সময় ফুটবল খেলার প্রতি মনোযোগী রাখতাম। তিনি যা যা করতে বলেন তাই আমি করেছি।'
 
স্পেনের আইন অনুযায়ী এই বিচারে দোষি সাব্যস্ত হলে মেসি ও তার পিতাকে কমপক্ষে সাড়ে ২২ মাস জেল খাটতে হবে। সেই সঙ্গে যে পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ থাকবে সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। বাসস।

ফ্রান্সে শ্রমিক আন্দোলন : যোগ দিল রেলওয়ে শ্রমিকেরা

ফ্রান্সে নতুন শ্রম আইনের বিরোধিতায় চলা শ্রমিক আন্দোলনে এবার যোগ দিয়েছে রেলওয়ে শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের মুখে তেলের অভাবে থাকা দেশটির যোগাযোগ ব্যবস্থা আরো ভেঙ্গে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড জানিয়েছেন, কর্মী নিয়োগ ও ছাটাই সহজ করার জন্য করা এই আইন থেকে পিছিয়ে আসবেন না তিনি।
 
এদিকে ফ্রান্সে যোগাযোগ ব্যবস্থা ক্রমে ভেঙ্গে পড়ছে। শ্রমিক আন্দোলনের মুখে শোধনাগার গুলো বন্ধ থাকায় জ্বালানী তেলের স্বল্পতা দেখা দিয়েছে। সেই সঙ্গে এই সপ্তাহ থেকে দেশটির বিমানের পাইলটরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি এখন ট্রেনের শ্রমিকরাও আন্দোলন শুরু করায় দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারেই মুখ থুবড়ে পড়বে।
 
উল্লেখ্য, ইউরো ২০১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক ফ্রান্স। বিশ্ব ফুটবলের অন্যতম এই আসরটি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। বাসস।

তুরস্কে পৃথক বোমা হামলায় নিহত ৬

তুরস্কের সিরনাক ও ভ্যান প্রদেশে পৃথক দুইটি বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। 
 
সিরনাকের হামলায় দেশটিতে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা একটি ম্যানহোল কভারের নিচে বিস্ফোরক পেতে রাখে। পুলিশ বহনকারী একটি গাড়ি ও ম্যানহোলের উপর দিয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে চারজন নিহত ও ১৯ জন আহত হন।
 
এদিকে ভ্যান প্রদেশে পিকেকে বিদ্রোহীদের বোমা হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলাটিও চালানো হয়। খবর: আইএএনএস।

দুর্নীতির দায়ে ব্রাজিলের দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ

এবার দুর্নীতির দায়ে দ্বিতীয় মন্ত্রী হিসেবে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন ট্রান্সপারেন্সি প্রধান ফ্যাবিয়ানো সিলভেইরো।  রাষ্ট্রীয় তেল কোম্পানি নিয়ে হওয়া রেকর্ড দুর্নীতি বিষয়ে ফাঁস হওয়া রেকর্ডিংয়ে তার সংযুক্তির কারণে পদত্যাগে বাধ্য হলেন তিনি।
 
দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রীর পদে থেকে সিনেট প্রধান রেনান ক্যালহেরোসের সঙ্গে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রেসের দুর্নীতির তথ্য চেয়ে বারবার যোগাযোগ করছিলেন সিলভেইরো। পরবর্তীতে দেশটির স্থানীয় একটি গণমাধ্যমে প্রধান সিনেটরের সঙ্গে তার এক ফোনালাপ ফাঁস করে। ফোনালাপে সিলভেইরো সিনেটসহ দেশের বড় বড় বেশ কিছু রাজনীতিবিদকে দুর্নীতির দায়ে অপসারণের তীব্র সমালোচনা করেন। সেই সঙ্গে প্রধান সিনেটর রেনান ক্যালহেরোসের দুর্নীতির বিষয়টি দেখছেন বলেও জানান।
 
বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শেষ পর্যন্ত সোমবার পদত্যাগ করেন সিলভেইরো।
 
উল্লেখ্য, দিলমা রৌসেফের পদত্যাগ বিষয়ক সিনেটের ভোট হওয়ার কিছু সময় পূর্বে প্রধান সিনেটর ক্যালহেরোসের বাস ভবনে এই অডিওটি রেকর্ড করা হয়। আল জাজিরা।

দুপুরে আত্মসমর্পণ করবে বনদস্যু মাস্টার বাহিনী

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু মাস্টার বাহিনী আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র-গোলাবারুদ তুলে দিয়ে আত্মসমর্পণ করবে। 
 
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আদনান কবির জানান, ইতোমধ্যে মাস্টার বাহিনী ৫১টি দেশি-বিদেশি আধুনিক আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫ হাজার রাউন্ড বিভিন্ন ধরনের গুলি র‌্যাবের কাছে জমা দিয়েছে। বর্তমানে এসব বনদস্যু র‌্যাব-৮ এর হেফাজতে রয়েছে। 
 
গত রবিবার ভোর সাড়ে ৬টার দিকে সুন্দরবনে র্যাবের কাছে অস্ত্র-গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করে মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ৭ দস্যু।

Monday, May 30, 2016

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

সাভারের আশুলিয়ায় কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছয়জনের ফাঁসির আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। ১১ আসামির মধ্যে দুইজনের তিনবছর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে খালাস দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত এই আদেশ দেয়। 
 
এর আগে গত ২৫ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে দেন। 
 
গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ঐ শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। 

পৃথিবীর ১০ রোমাঞ্চকর হানিমুন ডেস্টিনেশন

 পুরো জীবনের জন্য স্মৃতি রেখে যায় হানিমুন। তাই এ বিশেষ কয়েকটি দিন সবাই কাটাতে চান অন্য রকমভাবে। লেক প্যালেস, বিচ বা হিল রিসোর্ট তো আছেই। পুরা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে শরীরের রোমাঞ্চকর বহু জায়গা, যেখানে গেলে আর ফিরতে ইচ্ছে করবে না।

ইউকাতান পেনিনসুলা, মেক্সিকো
 এখানে রয়েছে একটি প্রাচীন সিঙ্কহোল। স্কুবা ডাইভারদের স্বপ্ন এই রহস্য-ছমছম জলভর্তি গুহার অন্দরমহল। সঙ্গিনীকে নিয়ে একা যেতে গেলে স্কুবা ডাইভিং সার্টিফিকেট লাগে। তবে তা না-থাকলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে সাদামাটা স্নরকেলিংও করতে পারেন। বৃষ্টির সময়টা বাদ দিয়ে যে কোনও সময়ই যাওয়া যায় তবে শীতকালে টুরিস্টের ভিড় বেশি থাকে।

 দ্য কুইন মেরি
 দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচ-এর লাক্সারি জাহাজ-হোটেল ‘দ্য কুইন মেরি’। প্যারানর্মালকে চ্যালেঞ্জ জানাতে এক পায়ে খাড়া যে সব দম্পতিরা তাঁরা ভেবে দেখতে পারেন। চার দশক ধরে প্যাসেঞ্জাররা অভিযোগ করে আসছেন একের পর এক ভুতুড়ে হানা। বিশেষ করে ‘হন্টেড’, কেবিন বি৩৪০। কী, বুক ঠুকে এই কেবিনেই থাকবেন না কি?







 হনিমুন ইন ওরিয়েন্ট এক্সপ্রেস
 এরকুল পোয়ারোর সেই বিখ্যাত গল্পের ট্রেনটি কিন্তু বাস্তব এবং পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল ট্রেন ট্রিপ হিসেবে স্বীকৃত। পাঁচ দিনের এ স্বপ্নের যাত্রা কোনও দিন ভুলবেন না। এবং অবশ্যই সঙ্গে নেবেন ‘মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’-এর ডিভিডি। তবে না জমবে!




 কনরাড হিলটন, মালডিভ্‌স 
এর চেয়ে রোমাঞ্চকর হনিমুন বোধহয় আর হয় না! মাথার উপর স্বচ্ছ কাচের ডোম, যেখানে খেলে বেড়াচ্ছে অজস্র সামুদ্রিক মাছ। কারণ আপনি রয়েছেন সমুদ্রের তলায়। এখানে আবার আন্ডারওয়াটার ওয়েডিংয়েরও ব্যবস্থা রয়েছে। প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন। 





 কাক্‌সলাউত্তানেন আর্কটিক রিসর্ট, ফিনল্যান্ড
 অরোরা বোরিয়ালিস-এর কথা স্কুলের পাঠক্রমে সবাই পড়েছেন কিন্তু হাড়হিম করা ঠান্ডায়, গ্লাসটপ ইগলুর মধ্যে, সদ্যবিবাহিত স্ত্রী-র সঙ্গে সউনা বাথ নিতে নিতে এ মেরু আলোর রূপ দেখার কথা ভেবেছেন কখনও? না-থাকলে ভেবে ফেলুন। পস্তাবেন না। ফিনল্যান্ডের এ রিসর্টে যাওয়ার আদর্শ সময় অগস্টের শেষ থেকে এপ্রিল মাস।




 থর্নবেরি দুর্গ, ইংল্যান্ড
 অষ্টম হেনরি ও তার সুন্দরী স্ত্রী অ্যানিবলিন-কে মনে পড়ে। টাওয়ার অফ লন্ডনে অ্যানিবলিনের মুণ্ডহীন আত্মার ঘুরে বেড়ানোর গল্প তো খুব চেনা। ব্রিটেনের এই রাজা-রানি তাদের হনিমুন কাটিয়েছিলেন থর্নবেরি দুর্গে। ইতিহাস যদি ক্ষুধিত পাষাণের মতো আপনাকে হাতছানি দেয় তবে এখানেই কাটাতে পারেন মধুচন্দ্রিমা।


 এলকিউ ডোমো, চিলে 
জ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, পদার্থবিদ্যা নিয়ে যাদের আগ্রহ বা যারা নিছক তারা দেখতেই ভালবাসেন, তাদের কথা ভেবেই তৈরি হয়েছে চিলে-র এ রিসর্ট। ডোম শেপের কটেজগুলি বানানো হয়েছে ঘরে বসে তারা দেখার জন্যেই। তাছাড়া আছে টেলিস্কোপ, রাতের হর্সরাইডিং এবং...হনিমুনে যা অকল্পনীয়, জ্যোতির্বিজ্ঞানের লেকচার সেশন।


 ওয়াইন হনিমুন
 মধুর মধুচন্দ্রিমার জন্য আদর্শ ওয়াইন হনিমুন। বিস্তীর্ণ ভাইনইয়ার্ডে ঘুরে বেড়ানো, দেখে নেওয়া কেমন করে তৈরি হয় ওয়াইন আর দিনের শেষে আকণ্ঠ ডুবে যাওয়া সুরায়। রোমাঞ্চের চূড়ান্ত। ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চল তো এর জন্য বিখ্যাত। তাছাড়াও আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—সব মহাদেশেই অজস্র ছবির মতো ভাইনইয়ার্ড রয়েছে।

 অ্যামাজন রেইনফরেস্ট
 রোমাঞ্চকর হনিমুনের কথা হবে আর অ্যামাজন থাকবে না সেই তালিকায়, তা আবার হয় নাকি! বিভিন্ন রেঞ্জের ও সুযোগ-সুবিধার রিসর্ট রয়েছে, তবে আধুনিক ব্যবস্থাসম্পন্ন ট্রি-হাউস কিন্তু সেরা।
 পৃথিবীর শেষ প্রান্তে 
এমন হনিমুনের কথা স্বপ্নেও কল্পনা করবেন না ৯০ শতাংশ মানুষ। কিন্তু অ্যাডভেঞ্চারে যারা বাঁচেন, তেমন দম্পতির সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এ অভিজ্ঞতা। বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে যারা নিয়মিত পৃথিবীর শেষপ্রান্তের এ মহাদেশ ভ্রমণের দায়িত্ব নেয়। আইএএটিও ওয়েবসাইটে তার তালিকা পাওয়া যায়। তাছাড়া প্রতি বছর ব্রিটেনের সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ একটি বিশেষ ট্যুর-এর আয়োজন করে। প্রথাগত নিয়মের বাইরে হাঁটতে হলে যেতেই পারেন এমন আশ্চর্য হনিমুনে।





ব্রাজিলে টেপ ফাঁসের ঘটনায় ক্ষমতাচ্যুত নয়া মন্ত্রী

ব্রাজিলে সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি নিয়ে চলা তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে মন্ত্রিত্ব হারালেন সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রী রোমেরো জুকা। এ সংক্রান্ত একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।   রোমেরো জুকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের ঘনিষ্ঠ বলে পরিচিত। এ ঘটনার পর একটি বড় ধাক্কা খেলেন তেমের। দুর্নীতির ঘটনা তদন্ত সংক্রান্ত রোমেরো জুকার কথোপকথন দেশটির পত্রিকা ফলহা ডি সাও পাওলো পত্রিকা প্রকাশ করে। এতে তাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রব্রাসের দুর্নীতি তদন্ত না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে শোনা গেছে। সেখানে উল্লেখ করা হয়, তেল কোম্পানি পেট্রোব্রাসের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতেই ব্রাজিলের বিচারাধীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র করেছিলেন জুকা।   এদিকে অডিও টেপের কণ্ঠটি নিজের স্বীকার করলেও রোমেরো জুকা কোনো ধরনের ষড়যন্ত্রের খবর নাকচ করে দেন। তিনি বলেন, পত্রিকায় তার কথার ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তার ভাষায়,‘তদন্ত করাটা কোনো দোষের নয়। কিন্তু অভিযুক্ত হওয়াটা দোষের। তদন্তে প্রভাব ফেলতে পারে আমি এমন কোনো অন্যয় কাজ করিনি।’ প্রেসিডেন্ট রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে যারা কাজ করেছেন তাদের অন্যতম হচ্ছেন এই জুকা। তিনি তেমেরের দল পিএমডিবি’র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পেট্রোবাস কেলেঙ্কারীর ঘটনায় ব্রাজিলের নতুন সরকারের আরো তিন পিএমডিবি মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলছে।

রাত ১০টা পর্যন্ত দেওয়া যাবে আঙুলের ছাপ

নাগরিকদের হাতের আঙুলের ছাপ আপডেট করার জন্য আজ ও আগামীকাল (মঙ্গলবার) দেশের সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচারক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ সোমবার মাঠ পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ৩১ মে (মঙ্গলবার) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এজন্য আজ এবং আগামীকাল রাত ১০টা পর্যন্ত সব উপজেলা/থানা নির্বাচন কার্যালয় খোলা রাখতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের দুই শিফটে দায়িত্ব বিভাজন করে সিম নিবন্ধনে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দেখা দিবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আপলোডার সফটওয়ার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ডাটা আপলোড করতে হবে।
যাদের আপলোডার কনফিগারেশনে সমস্যা আছে তাদের আইটি শাখার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশনায়।

ভেনিজুয়েলায় ১১ জনকে গুলি করে হত্যা


বন্দুকধারীদের গুলিতে ভেনিজুয়েলার টুরিল্লোজো প্রদেশে তিন কিশোর ও এক কলম্বিয়ান নাগরিকসহ ১১ জন নিহত হয়েছেন। দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানায়, বন্দুকধারীরা গাড়ি ও মোটরসাইকেলে এসে হঠাৎ গুলি করা শুরু করে। তারপর সেই গাড়ি ও মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।
 
দেশটির এনজিও গুলো জানায়, তেলের দাম কমে যাওয়ায় সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে ভেনিজুয়েলার অভ্যন্তরে অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। ভেনিজুয়েলার 'অবজারভেটরি অব ভায়োলেন্স' নাম অপরাধ প্রবণতা নিয়ে কাজ করা গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালে ২৪ হাজার ৯৮০ জন মারা যায় সহিংসতায়। দেশটিতে ২০১৩ সালে প্রতি লাখে ৭৯ জন সহিংসতায় মারা যেত, বর্তমানে লাখে ৮২ জন মানুষ মারা যাচ্ছে সহিংসতায়।
 
এনজিও গুলো জানায়, সাধারণত কোন দেশে যুদ্ধ চললে এত পরিমাণে মৃত্যু হয়।
 
এদিকে দেশটির সরকার দাবি করছে, সহিংসতায় মৃত্যু হার যা বলা হয়েছে তার থেকে আরো কম। বিবিসি।

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর ও উত্তর-পূর্বে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
 
সোমবার বাগদাদের উত্তর-পূর্বের একটি মার্কেটে এই হামলার ঘটনায় নয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।  একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর লক্ষ্যে দুইটি গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে সেখানে যায়। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি হামলা ব্যর্থ করে দেয়।
 
অন্য একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই মামলা আরো ১৫ জন আহত হয়েছেন।
 
মোটরসাইকেল ভর্তি বিস্ফোরক নিয়ে বাগদাদের সদর সিটিতে বিস্ফোরণ ঘটানো হলে একজন নিহত হন।
 
ইরাকের কমান্ডাররা দায়েস জঙ্গিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় নিয়ে ফাল্লুজাতে প্রবেশ করার কথা জানানো পর এই হামলা চালানো হলো। বাগদাদ থেকে শহরটি ৪০ মাইল দূরে। খবর: প্রেস টিভি।

পদত্যাগ করলেন সিরিয়ায় মধ্যস্থতাকারী মোহাম্মদ অলউশ

সিরিয়ায় শান্তি আলোচনায় সফলতা না পাওয়ায় পদত্যাগ করেছেন প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ অলউশ। তিনি হাই নেগোশিয়েশনস কমিটির (এইচএনসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেছেন, শান্তি সংলাপ কোন সমাধান আনতে পারছে না। এর জন্য তিনি মূলত দায়ী করেছেন সিরিয়ান সরকারকে। খবর বিবিসি।
 
গত মাসে জেনেভায় সিরিয়া সরকারের একজন প্রতিনিধির সঙ্গে জাতিসংঘের উদ্যোগে শান্তি সংলাপ শুরু হয়। কিন্তু এইচএনসি তা স্থগিত করে। ওই সংলাপ কবে আবার শুরু হবে তার কোন দিনক্ষণ এখনও জানা যায় নি।
 
মোহাম্মদ আলউশ বলেছেন, সরকারের একগুঁয়েমির কারণে তিন দফা আলোচনা ব্যর্থ হয়েছে। তারা সিরিয়ার জনগণের ওপর অব্যাহতভাবে বোমা বর্ষণ ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শুধু এই নয়, সৌদি আরব সমর্থিত এইচএনসি কয়েক মাস ধরে জেনেভা সংলাপের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে আসছে। বেদখল হওয়া এলাকাগুলোতে মানবিক ত্রাণ না পৌঁছানোর কারণে ক্ষোভ দেখা দিয়েছে।
 
উল্লেখ্য, মে মাসে সিরিয়ায় নতুন করে আবারো সরকার বাহিনীর আক্রমণে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ। সেই শান্তি আলোচনা বিনষ্ট হওয়ার সম্ভবানার মধ্যেই আলউশের পদত্যাগে দেশটির অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বিবিসি।

মুসলিমদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রত্যাখ্যান করা উচিত: এরদোগান

জন্মনিয়ন্ত্রণকে 'প্রত্যাখ্যান করে' মুসলমানদের প্রতি আরো অধিক সংখ্যায় সন্তানের জন্ম দেবার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান বলেন, কোন মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিত নয়। 
 
এরদোগান বলেন, মুসলিম পরিবারের উচিত আরো বেশি করে বংশবৃদ্ধি করা। প্রেসিডেন্ট এরদোগান অতীতে জন্মনিয়ন্ত্রণকে 'রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য' বলে অভিহিত করেছিলেন এবং তখন তুরস্কের নারী অধিকার গ্রুপগুলো এর সমালোচনা করেছিল। এরদোগান সে সময় নারীপুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন। তুরস্কের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি। বিবিসি।

মানবতাবিরোধী অপরাধে চাদের সাবেক শাসকের যাবজ্জীবন

আফ্রিকার দেশ চাদের সাবেক স্বৈরশাসক হিসেনে হাবরেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেনেগালের একটি আন্তর্জাতিক অপরাধ আদালত। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
 
হিসেনে হাবরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও যৌন দাসী তৈরি করার অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে এবারই প্রথম আফ্রিকান ইউনিয়ন সমর্থিত আদালত কোন স্বৈরশাসককে শাস্তি দিল।
 
আদালতে হাবরের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছিল বাদী পক্ষ। তবে এই আদালতের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেন হাবরে। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি।
 
১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ৪০ হাজার মানুষকে হত্যার জন্য দায়ী করা হয় হাবরেকে।

ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন সাদিক খান

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে ভোট দিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে প্রচারণায় অংশ নিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
 
সোমবার লন্ডনে যৌথভাবে একটি শোভাযাত্রার উদ্বোধন করেন ক্যামেরন ও সাদিক খান। টোরি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে লেবার পার্টির মেয়রের এই ‘মিত্রতা’ ব্রিটেনের রাজনীতিতে একটি বিরল ঘটনা।
 
উল্লেখ্য, ইইউতে থাকার পক্ষে অবস্থান নিলেও লেবার পার্টির প্রধান জেরেমি করবিন ক্যামেরনের সঙ্গে প্রচারণা চালাতে অস্বীকৃতি জানান। টোরি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্যে প্রচারণার সিদ্ধান্তটি লন্ডনের স্বার্থে নেয়া হয়েছে বলে আত্মপক্ষ সমর্থন করেছেন সাদিক খান।
 
তিনি বলেছেন, ‘আমরা কখনো ভালো বন্ধু হতে যাচ্ছি না; কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো, ইউরোপীয় ইউনিয়নে থাকতে লন্ডনের মেয়র লন্ডনের বিষয় এবং লন্ডনের নাগরিকদের পক্ষে যুক্তি দেন।’
 
সাদিক খান আরো বলেন, ‘এই বিতর্কটি ডেভিড ক্যামেরন এবং আমার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের শহর এবং দেশের ভবিষ্যৎ সম্পর্কিত।’ সূত্র: বিবিসি

ফালুজা উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শক্ত ঘাঁটি ফালুজার নিয়ন্ত্রণ নিতে ফালুজায় চূড়ান্ত অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। সোমবার ভোরে তিনদিক থেকে ইরাকী বাহিনী শহরটিতে প্রবেশ করে।
 
এর এক সপ্তাহ আগে ইরাকের সরকার শহরটির পুনর্দখলে সমন্বিত প্রচেষ্টা শুরু করে। শহরটি ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট(আইএস)এর নিয়ন্ত্রণে রয়েছে।
 
এদিকে ফালুজায় আটকা পড়েছে প্রায় ৫০ হাজার বেসামরিক নাগরিক। মাত্র কয়েকশ পরিবার শহর ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে।
 
জাতিসংঘ বলছে, ফালুজায় লোকজন দুর্ভিক্ষে মারা যাচ্ছে। এছাড়া আইএসের পক্ষে যুদ্ধে যারা অস্বীকৃতি জানাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে।
 
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী এলিট বাহিনীসহ সরকারি বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে শহরে ঢুকে পড়েছে। আইএস যোদ্ধারা আত্মঘাতী ও গাড়ি বোমার সাহায্যে তাদের প্রতিরোধের চেষ্টা করছে বলে জানা গেছে। সূত্র: এএফপি

বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ১৯১৬-১৯১৭ সালের (আর্থিক বছর-‘১৭) জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে দেশের ৪৫তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম ও বর্তমান অর্থমন্ত্রীর ১০ম বাজেট।
 
 
দেশের ২০১৫-১৬ সালের (আর্থিক বছর-২০১৬) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মুহিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করে ধ্বংসাত্মক ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড হতে বিরত থেকে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপে সমর্থন জানাতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রায় সমাপ্য চলতি অর্থ বছর কোনরকম রাজনৈতিক বৈরী পরিস্থিতির মুখে পড়েনি। এ সময়ে রেকর্ড পরিমাণ রিজার্ভ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জিডিপি অর্জন ও মুদ্রাস্ফীতির নিম্ন হারের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হয়েছে।
 
অর্থমন্ত্রী ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার কথা উল্লেখ করে তার বাজেট বক্তৃতায় বলেছিলেন যে ২০১৯-২০২০ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত হবে। অবশ্য তিনি একথাও বলেছিলেন যে ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু অসমাপ্য লক্ষ্যগুলোর প্রতি অধিকতর নজর দেয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে মুহিত অধিক জিডিপি প্রবৃদ্ধি অর্জনে পরবর্তী বাজেট বক্তৃতায় একটি রোড ম্যাপ উপস্থাপন করবেন।
 
তিনি ইতোমধ্যে আভাষ দিয়েছেন যে আগামী বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। এতে কিছু মেগা প্রকল্পে অর্থায়নের বিধান এবং উন্নয়ন প্রকল্পের জন্য বর্ধিত বরাদ্দ থাকবে। পরবর্তী বাজেটে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যের অনুসরণে অন্যান্য বিশেষ দিকও অন্তর্ভুক্ত থাকবে।
 
আসন্ন বাজেটে দেশে রাজস্ব ব্যবস্থার সংস্কারের প্রস্তাব থাকবে। এ বাজেটে সরকার যাতে অধিক আভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ করতে পারে এবং বাজেট ঘাটতি ৫ শতাংশের বেশী না হয় সে জন্য নতুন মূল্য সংযোজন আইন ও কাস্টম আইন চালু এবং রাজস্ব বোর্ডের প্রধান প্রধান কর্মকাণ্ড অটোমেশনের প্রস্তাব থাকবে।
 
এতে সম্ভব্য করদাতাদের করের আওতায় এনে কর পরিধি বাড়ানোর কৌশল থাকবে। বর্তমানে ১৭ টিআইএনধারীর মধ্যে প্রায় ১২ লাখ আয়কর বিবরণী দাখিল করেন। আগামী ৪ বছরে সক্রিয় এ করদাতা ৩০ লাখে উন্নীতের পরিকল্পনা রয়েছে। পূর্ববর্তী বছরের মতো এবারও বাজেট পাওয়ার পয়েন্টে মাধ্যমে উপস্থাপিত হবে এবং তা অর্থ বিভাগের ওয়েব সাইটে পাওয়া যাবে। অর্থমন্ত্রী ৩ জানুয়ারি শুক্রবার ওসমানী মিলনায়তনে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনের আয়োজন করবেন।

মুস্তাফিজ বন্দনায় কিংবদন্তীরা

আন্তর্জাতিক ক্রিকেটের পর মাতিয়েছেন আইপিএল।আইপিএল শেষে তাঁর হাতেই উঠেছে সেরা নতুন প্রতিভার পুরস্কার। পুরো টুর্নামেন্টে তাঁকে নিয়ে শোনা গিয়েছে নানা মন্তব্য। বিশ্বক্রিকেট মহল ঘুরে ফিরে মন্তব্য করেছে মুস্তাফিজকে নিয়ে।
 
জন্য খেলতে পারেননি প্লে অফের একটি ম্যাচ। কিন্তু ফাইনালে ফিরেছেন স্বমহিমায়। আইপিএল শেষে দেখে নেওয়া যাক তাঁকে নিয়ে কে কী বলেছেন, 
 
রমিজ রাজা: অ্যান্ডারসন, স্টেইনদের মতো প্লেয়াররা রয়েছেন। যাঁরা টেস্টে খুব ভাল। কিন্তু লিমিটেড ওভারের ক্রিকেটে এই মুহূর্তে সেরা পেসার মুস্তাফিজুর রহমানই।
 
মনোজ প্রভাকর: এটা নিয়ে কোনও সংশয় নেই মুস্তাফিজুরই এই মুহূর্তের সেরা বোলার। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ভাল ইয়র্কার করতে পারে। কিন্তু মুস্তাফিজুর এখন তাঁর সেরা ফর্মে রয়েছে। ও দারুণ দ্রুততার সঙ্গে কাটার করতে পারে। একই সঙ্গে বলে নানা রকম পরিবর্তন আনতে পারে।
 
কৃষ্ণমাচারি শ্রীকান্ত: এই মুহূর্তে তাঁর থেকে ভাল বোলার খুব একটা নেই। কিন্তু ওকে এই খেলাটা আরও কিছুদিন ধরে রাখতে হবে। তার পরই তাঁকে আমরা সেরার তকমা দিতে পারব।
 
ডেল স্টেইন: ওয়াসিম আকরামের মধ্যে যে এক্স ফ্যাক্টর ছিল সেটা মুস্তাফিজুরের মধ্যেও আছে। ওর বোলিং দেখতে দারুণ লাগে। ও যেভাবে পেসের পরিবর্তন করে সেটা আগে দেখিনি। ও আরও উন্নতি করবে।
 
রবি শাস্ত্রী: এ ছেলে বিস্ময় প্রতিভা। ভারতের বিরুদ্ধে একটা ওয়ান ডে সিরিজে দুটো পাঁচ উইকেট নেওয়া পারফরম্যান্স দিয়ে কেরিয়ার শুরু করেছিল। এরকম প্রতিভাকে লালন করতে হবে।
 
হাবিবুল বাশার: টি২০তে যেখানে বোলারদের উপর চড়াও হয় ব্যাটসম্যানরা সেখানে ও রানের উপর নিয়ন্ত্রণ রাখছে। ওকে মেরে খেলা বিপজ্জনক বলেই ব্যাটসম্যানরা মেরে খেলতে চায় না।
 
মুরালিধরন: মুস্তাফিজুর শুধু বাংলাদেশ নয় এই আইপিএল-এ হায়দরাবাদেরও বড় সম্পদ হয়ে উঠে এসেছে। ওকে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে যেতে হবে। তবেই ওর জন্য আগামীতে ও আরও বড় সাফল্য পাবে।
 
ডার্ক ন্যানেস: এখনও পর্যন্ত মুস্তাফিজুরের বল কেউ পড়তে পারেনি। যে ভাবে অ্যাকশন পরিবর্তন না করে বলের গতি বদলে ফেলতে পারে সেটাই সবাইকে ধন্দে ফেলে দেয়।

Sunday, May 29, 2016

সৌদির কাছে বোমা বিক্রি বন্ধ

সৌদি আরবের কাছে গুচ্ছবোমা বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সৌদি কর্তৃক ইয়েমেনে নির্বিচারে গুচ্ছবোমা হামলায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। শনিবারের ফরেন পলিসি জার্নালের বরাত দিয়ে রোববার এ সংবাদ প্রকাশ করেছে এএফপি। যুদ্ধবিরোধী মার্কিন সংগঠনগুলো রোববার ওবামার এ সিদ্ধান্তকে অভিনন্দন জানায়। এ ছাড়া সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে তারা। এদিকে ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত ইরানি সমর্থনপুষ্ট ‘হুথি’ শিয়া গোষ্ঠী। রাজধানীসহ দেশের অর্ধেক জায়গাই নিয়ন্ত্রণে নিয়েছে তারা। নিজেদের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকারকে ক্ষমতায় রাখতেই সেখানে দেদারসে হামলা চালিয়ে আসছে সৌদি বাহিনী। এ ব্যাপারে মার্কিন প্রশাসনের একজন মুখপাত্র বলেন, ‘সৌদি সরকারের সেনাবাহিনীর সামর্থ্য বৃদ্ধির অংশ হিসেবে তাদেরকে মিলিয়ন ডলারের অস্ত্র দেয়া হয়েছিল। কিন্তু সৌদি জোট ইয়েমেনের বেসামরিক অঞ্চলে এসব বোমা নির্বিচারে ব্যবহার করায় মার্কিন সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর কখনও এ ধরনের বোমা বিক্রি করা হবে না তাদের কাছে।’ তিনি আরও বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ফরেন পলিসির প্রতিবেদনে জানা যায়, গুচ্ছবোমা হামলায় ইয়েমেনে মানবাধিকার কর্মীসহ কয়েকশ’ নারী ও শিশু হত্যার ঘটনাটি সর্বপ্রথম মার্কিন কর্মকর্তাদের নজরে আসে। এর পরেই সৌদি আরবের ব্যাপারে টনক নড়ে যুক্তরাষ্ট্রের। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত এক বছরে সৌদি জোটের হামলায় অন্তত সাড়ে নয় হাজার মানুষ নিহত হয়েছে ইয়েমেনে। হামলায় ব্যবহৃত বোমার মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি নিষিদ্ধ গুচ্ছবোমার নমুনা পাওয়া গেছে। সংগঠনটি সম্প্রতি ইয়েমেনের মাটিতে গুচ্ছবোমা নিক্ষেপে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবকে। অ্যামেনেস্টির দাবি, জনসাধারণের জন্য ইয়েমেনের মাটি মাইনফিল্ডে পরিণত হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপের জন্য অস্ত্র আমদানিকারকদের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানিয়েছে এএফপি। বার্তা সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক চুক্তি অনুসারে ২০০৮ সাল থেকে গুচ্ছবোমার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই চুক্তি স্বাক্ষর করেনি। এতদিন ধরে দেশ দুটি তাদের মিত্রদের কাছে এসব মারণাস্ত্র সরবরাহ করে আসছিল। ফরেন পলিসির প্রতিবেদনে জানা যায়, গত বছরের শেষের দিকে ইয়েমেনে শিয়া বিদ্রোহী এবং সিরিয়ায় ইসলামিক স্টেট দমনের জন্য ১২৯ কোটি ডলারের বোমা কিনেছিল সৌদি আরব। এ ছাড়া নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আধুনিকীকরণ এবং সেনাবাহিনী সুসজ্জিত করতে ৫৪০ কোটি ডলারের মার্কিন অস্ত্র ক্রয় করেছিল তারা।

আর্জেন্টিনার স্বৈরশাসকের ২০ বছরের জেল

‘অপারেশন কনডোর’-এর অধীনে অপরাধ সংঘটনের দায়ে আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেইনালদো বিগনোনেকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে বুয়েনস এইরেসের একটি আদালত। শুক্রবার আর্জেন্টিনার ওই আদালতে বিগনোনের পাশাপাশি অভিযুক্ত আরও ১৪ সামরিক কর্মকর্তার রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স। ওই ১৪ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে আট থেকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিন বছর ধরে চলা মামলায় এরা সবাই দোষী সাব্যস্ত হন। তবে এদের অপর দুই সহকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়নি। ১৯৭০-এর দশকে দক্ষিণ আমেরিকার স্বৈরশাসকরা পরস্পরের যোগসাজশে ‘অপারেশন কনডোর’ নামে এক ষড়যন্ত্রমূলক অভিযানের পরিকল্পনা করে। ওই দশকের মাঝামাঝি গোপনে এই ‘অভিযান’ শুরু করা হয়। অভিযানে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এবং বলিভিয়ায় বহু বামপন্থি আন্দোলনকারীকে অপহরণ এবং হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৮৮ বছর বয়সী বিগনোনে সর্বোচ্চ সামরিক পদাধিকারী, তিনি ছিলেন আর্জেন্টিনার শেষ সামরিক শাসক। এছাড়া দণ্ডপ্রাপ্তদের মধ্যে উরুগুয়ের সাবেক কর্নেল ম্যানুয়েল কর্দেরো একমাত্র বিদেশী, তার ২৫ বছরের কারাদণ্ড হয়েছে। ২০১৩ সালে এই মামলার বিচার শুরু হওয়ার পর থেকে পাঁচ বিবাদী মারা যান। এদের মধ্যে আর্জেন্টিনার সাবেক জান্তা প্রধান জর্জ রাফায়েল ভিদেলাও রয়েছেন। বুয়েনস এইরিসের আদালতের সবচেয়ে বড় এজলাস কক্ষে এক ঘণ্টা ধরে রায়ের শুনানি অনুষ্ঠিত হয়, এতে এক ঘণ্টারও বেশি সময় লাগে।

বোমা বিস্ফোরণে আহত নায়িকা ববি

বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ঢাকাই চলচ্ছিত্রের জনপ্রিয় নায়িকা ববি। শনিবার রাতে সিলেটে ববি অভিনীত নতুন সিনেমা 'বিজলী'র শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় শুটিংয়ে অংশ নেয়া নায়ক রণবীর ও অভিনেতা সীমান্তও আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এখন তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। জানা গেছে, ‘বিজলী’ ছবির শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে বোমা বিস্ফোরণের প্রয়োজন ছিল। সেই সময় অসাবধানতাবশত বোমার বিস্ফোরণে আহত হয়েছেন চিত্রনায়িকা ববি ও অন্যরা। ববির ও রণবীরের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর বর্তমানে তারা বিপদমুক্ত আছেন। সিনেমাটি প্রযোজনা করছেন ববি নিজেই। এ বিষয়ে ববি জানান, আপাতত সিনেমার শুটিং বন্ধ রয়েছে। সবাই পুরোপুরি সুস্থ হলে আবারও সিনেমার শুটিং শুরু হবে। উল্লেখ্য, ‘বিজলী’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে ববিকে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার  রণবীর। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও ভারতের শতাব্দী রায়,  অভিনেতা জাহিদ হাসান, দিলারা জামান, আহমেদ রুবেল প্রমুখ।

অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করেছে একই গ্রামের বখাটে যুবক। 
  
গ্রামে বুধবার রাতে উপজেলার রছুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
  
বিষয়টি ওই দিনই থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলাটি নথিভূক্ত করেনি। অবশেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দ্দেশে চার দিন পর শনিবার রাতে থানায় মামলা হয়েছে। 
  
রোববার ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। 
  
জানা যায়, গত বুধবার সন্ধ্যায় রসূলপুর গ্রামের এক গৃহবধূ শ্বশুর বাড়ি থেকে উপজেলা সদরের আচারগাঁও ঝাউগড়া গ্রামের বাবার বাড়ি যাচ্ছিলেন। 
  
ওই দিন রাত আনুমানিক ৯টার দিকে রছুলপুর বানিজ্যবাজারের দক্ষিন পাশে আসা মাত্রই রছুলপুর গ্রামের শাহাব উদ্দিন সরকারের ছেলে তমজিদসহ চার বখাটে তার পথরোধ করে। 
  
এর পর অস্ত্রের ভয় দেখিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় এ ঘটনার বিষয়ে কাউকে না জানাতে হুমকি দেয়। 
  
পরদিন ধর্ষিতা গৃহবধূ নিজেই বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ মামলাটি নথিভূক্ত করতে কালক্ষেপন করে। 
  
এর পর পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে চার দিন পর শনিবার রাতে মামলাটি নথিভুক্ত হয়।

বর্ণবাদী বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলো চীনা কোম্পানি

চীনে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা ও বর্ণবাদের অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছে চীনা কোম্পানি। কিয়াউবি নামের ওই ডিটারজেন্ট পাউডারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে তারা বর্ণ-বৈষম্যের পুরোপুরি বিরোধিতা করে।
 
প্রতিষ্ঠানটি আরো বলেছে, বিজ্ঞাপনটির কারণে যে সমালোচনার ঝড় উঠেছে সেজন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে ক'দিন আগেই প্রতিষ্ঠানটি বলেছিল বিজ্ঞাপন নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটি বাড়াবাড়ি। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, হাতে একটি ছোট বালতি ও ময়লা টি-শার্ট পড়া এক কৃষ্ণাঙ্গ তরুণকে কৌশলে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়েছেন এক চীনা তরুণী। ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকানোর আগে ডিটারজেন্ট পাউডারের একটি টুকরা ওই তরুণের মুখে পুরে দেওয়া হয়।
 
তারপর দেখা যায় যে কিছুক্ষণ পর ওই কৃষ্ণাঙ্গ তরুণটি পরিষ্কার টি-শার্ট পড়া শ্বেতাঙ্গ চীনা তরুণ হয়ে ওয়াশিং মেশিন থেকে উঠে আসছে। যেটি দেখে ওই চীনা তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠেন। এই বিজ্ঞাপনটি প্রকাশের পর অনলাইনে সেটি ছড়িয়ে পড়ে ও ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
 
এর আগে শনিবার সাংহাই লেইশাং কসমেটিকস লিমিটেড এক বিবৃতিতে ক্ষমা চেয়ে এটাও বলেছে যে বিদেশী গণমাধ্যম এই বিজ্ঞাপন নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে। বিজ্ঞাপনটি প্রথমে মার্চে প্রকাশ পেলেও তীব্র প্রতিবাদ ও ব্যাপক মিডিয়া কাভারেজের মুখে সেটি প্রচার বন্ধ করে দেয় চীনা কোম্পানি। বিবিসি।

ইউক্রেনে বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৭ জনের মৃত্যু

ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে রবিবার ভোরে অস্থায়ী এক বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে।
 
ইউক্রেনের জরুরী সেবা সংস্থার প্রধান মাইকোলা চেচেতকিন ঘটনাস্থল থেকে ১৭ জনের লাশ উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন।
 
কিয়েভের প্রায় ৫০ কি. মি. উত্তরে লিতোচকি গ্রামে দুই তলা বিশিষ্ট অস্থায়ী এ বৃদ্ধাশ্রমে আগুন লাগে।
 
আগুন লাগার সময় বৃদ্ধাশ্রমটিতে ৩৫ জন ছিলেন। এর মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার ও তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কনডমের বিজ্ঞাপন নিয়ে বিভক্ত পাকিস্তান

কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা নিয়ে পাকিস্তানে পাল্টাপাল্টি জনমত তৈরি হয়েছে। দেশটির রক্ষণশীল জনগণের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও উদারপন্থীরা এর বিরোধিতা করছেন।
 
'কনডমের বিজ্ঞাপন শিশুদের নিষ্পাপ মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে' এমন কারণ দেখিয়ে দেশের টেলিভিশন ও এফএম রেডিও চ্যানেলগুলোকে তা সম্প্রচার থেকে বিরত থাকতে বলেছে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।
 
তারা বলছে, এই বিজ্ঞাপনগুলো দেখে শিশুদের কৌতুহলী মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। আর সাধারণ জনগণ চায়না তাদের শিশুরা এ ধরণের বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হোক।
 
পাকিস্তানের রক্ষণশীল জনগণের একাংশ এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে। তবে অন্যরা বলছে, কনডমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা সরকারের পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ নীতির সঙ্গে সাংঘর্ষিক।
 
দেশটির রক্ষণশীল অংশটি বিভিন্ন রোগের টিকা দেয়ারও বিরোধিতা করে। এ কারণে সেখানে বহু টিকাদান কর্মীকে আক্রমণ এমনকি হত্যার শিকার হতে হয়েছে। সূত্র: সিএনএন
 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates