প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে ৪৬৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। আর এই মাসজুড়ে বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হন ২০ জন নারী; যাদের মধ্যে হত্যা করা হয়েছে ১১ জনকে। আর হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে।
মঙ্গলবার মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসটিতে তিনজন শ্লীলতাহানি ও ১৮ জন যৌন নির্যাতনের শিকার হন। এসিডদগ্ধ হয়েছে ৬ জন। আর অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ৭টি।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৫টি, যার মধ্যে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে একজনকে। উত্ত্যক্তের শিকার হন ১৬ জন।
এতে আরও বলা হয়, বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হন; আত্মহত্যায় প্ররোচণা দেয়া হয়েছে দুজনকে। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মহিলা পরিষদের হিসাব মতে, এসময়ে বাল্যবিয়ের শিকার হয়েছে ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে; প্রেম প্রত্যাখ্যানে হয়েছে একটি। আর পুলিশি নির্যাতনের শিকার হয়েছে দুজন। একজন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। এছাড়া নানাভাবে ৩৫টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment