ইসলামিক স্টেটের বিরুদ্ধে নতুন করে সেনা নিয়োজিত করার পরে মার্কিন প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে মামলা করেছে দেশটির সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। বুধবার ওয়াশিংটন ডিসট্রিক্ট কোর্ট আদালতে করা মামলায় তিনি অভিযোগ করেন, ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সেনা মোতায়েনের কংগ্রেশনাল অনুমোদন ওবামার নেই।
ইরাকে গত সোমবার একজন মার্কিন নেভি সিল মারা যাওয়ার পরে এই অভিযোগ করা হয়েছে। ২০১৪ সালের গ্রীষ্মে আইএসের বিরুদ্ধে স্পেশাল ফোর্স নিয়োজিত করার পরে যা তৃতীয় মৃত্যুর ঘটনা। মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন নাথান মাইকেল স্মিথ অবশ্য আইএসের সমর্থনে এই কথা বলেননি। জঙ্গি সংগঠনটিকে ‘কসাইদের সেনাবাহিনী’ উল্লেখ করে তিনি বলেন, আইএসের বিরুদ্ধে যুদ্ধ কংগ্রেসের অনুমোদন নতুন করে নিতে হবে। হোয়াইট হাউজ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বর্তমানে স্পেশাল অপারেশনের দায়িত্বে থাকা স্মিথ তার অভিযোগে বলেছেন, বর্তমান অবস্থায় ক্যাপ্টেন স্মিথ নিশ্চিত নন যে সেটি মার্কিন সংবিধান রক্ষার শপথের সঙ্গে সাযুজ্যপূর্ণ কি না। এই জন্য আদালতের কাছ থেকে একটা স্বাধীন নির্ণয় প্রত্যাশা করছেন। মার্কিন সেনাবাহিনীর আইনানুযায়ী, তারা যেকোনো বেআইনি আদেশ অমান্য করতে বাধ্য। বেআইনি আদেশ মানলে তাদের শাস্তির সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে।
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ৯/১১ পরবর্তী সময়ে ইরাকে আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধের সময়ে জর্জ ডব্লিউ বুশের নেয়া অনুমোদন ব্যবহার করছেন ওবামা। এই জন্য ওবামা প্রশাসনের সমালোচনা হয়েছে। এমনকি নতুন করে অনুমোদন নেয়ার প্রস্তাবও দেয়া হয়েছে। এপি।
No comments:
Post a Comment