প্রেসিডেন্ট পদ থেকে অভিসংশানের পরও যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, 'যদি অভিসংশানের আবেদন গ্রহণ করা হয়, তাহলেও লড়াই চালিয়ে যাব। আবার সরকার গঠনের জন্য লড়াই করব।'
রাষ্ট্রিয় কোষাগার থেকে অর্থ চুরির আভিযোগে রৌসেফকে অভিসংশানের জন্য আবেদন করা হয়েছে। এই আবেদনে দেশটির সিনেট সাড়া দিলে ১৮০ দিনের জন্য নিজের পদ থেকে অবসরে পাঠানো হবে রৌসেফকে। দেশটির গুরুত্বপূর্ন এক গণমাধ্যমের বিশ্লেষণ অনুসারে ৮১ ভাগ সিনেটর রৌসেফের বিরুদ্ধে ভোট দেবে।
তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হচ্ছে। আমার সরকার ও সমর্থকরা মনে করে এই অভিসংশান প্রক্রিয়াটি অবৈধ। কারণ একটি মিথ্যার উপর ভিত্তি করে এটি করা হচ্ছে।
এরপর দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি বলেন, 'আমরা লড়াই চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব, লড়াই চালিয়ে যাব।' বিবিসি।


No comments:
Post a Comment