Social Icons

Thursday, May 5, 2016

পশ্চিমবঙ্গে চলছে শেষ দফার ভোট গ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে ষষ্ঠ দফা ভোট গ্রহণের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ শেষ হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের পূর্ব মেদিনীপুর ও কোচবিহার জেলার ২৫ আসনে ভোট গ্রহণের মাধ্যমে বিধানসভার নির্বাচনে ভোটাভুটি শেষ হবে।
 
স্থানীয় সময়, সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৬টায়। ২৫টি আসনে ১৮ জন নারী প্রার্থীসহ মোট ১৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এদের মধ্য থেকে প্রতিনিধি বাছাই করতে ছয় হাজার ৭৭৪টি কেন্দ্রে ৫৮ লাখ ভোটারের ভোট দেওয়ার কথা রয়েছে।
 
শেষ দফার ভোট গ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্র ও এর আশপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ৩৬১টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এদের সহযোগিতা করবেন রাজ্য পুলিশের আরো ১২ হাজার সদস্য। মোট ভোটারদের মধ্যে ২৭ লাখ ৮০ হাজার নারী এবং তৃতীয় লিঙ্গের ৬৮ জন ভোটার রয়েছেন।
 
কোচবিহারের সাবেক ছিটমহলগুলোর বাসিন্দারা ভারতের স্বাধীনতার পর থেকে এই প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে ভোট দিয়ে নিজেদের নাগরিক অধিকার চর্চার সুযোগ পাচ্ছেন। সাবেক ছিটমহলগুলোতে নয় হাজার ৭৭৬ জন ভোটার রয়েছেন। এদের নির্বাচনের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ভোট দেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। এদের মধ্যে মধ্য মশালডাঙ্গার ১০৩ বছর বয়সী আসগর আলী জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন।
 
পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন প্রতিবন্ধী নাগরিকদের ভোট দেওয়ার সুবিধার্থে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। এ জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একটি হুইল চেয়ার, হুইল চেয়ার চলাচলের বিশেষ ধরনের সিঁড়ি ও ভোট দেওয়ার জন্য ব্রেইল প্রতীকের ব্যবস্থা করা হয়েছে। এই জেলায় এ ধরনের ১৫ হাজার ৫০০ ভোটার রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
 
তবে সবকিছু ছাপিয়ে সবার চোখ এখন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দিকে। এই এলাকায় জমি অধিগ্রহণের বিরুদ্ধে চলা সহিংস আন্দোলন আগের নির্বাচনে রাজ্যে সিপিএম-র দীর্ঘ ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল। এনডিটিভি। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates