ইন্দোনেশিয়ায় যাওয়ার সময় ইত্তিহাদ কোম্পানির একটি বিমান মাঝ আকাশে ‘প্রচণ্ড ঝাঁকুনি’ খেয়েছে। এতে ৩০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
বুধবার আবুধাবি থেকে বিমানটি জাকার্তা যাচ্ছিল। জাকার্তা থেকে প্রায় ৪৫ মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটে। এয়ারবাস এ৩৩০-২০০ বিমানটি অবশ্য নিরাপদেই অবতরণ করে। তবে এই ঘটনায় ১০জন গুরুতর আহত বা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের বিমান কোম্পানিটি বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, এই ঘটনায় কেবিন লাগেজ বিন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান কোম্পানিটি যাত্রীরা কতটা আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও এতে ৯ যাত্রী ও ১ ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের বিমানবন্দরের প্যারামেডিকসরাই চিকিৎসা দেন। এএফপি।
No comments:
Post a Comment