Social Icons

Tuesday, June 21, 2016

আজারবাইজান প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার ড. ইউনূসকে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানান ইলহাম।
 
প্রফেসর ইউনূস ঐ দিনই তাঁর তিন দিনের আজারবাইজান সফরে সে দেশে পৌঁছান। প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রেসিডেন্ট আলিয়েভ দারিদ্র বিমোচনে প্রফেসর ইউনূসের অবদানের প্রশংসা করেন এবং তাঁর দেশের উন্নয়নে সামাজিক ব্যবসা কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে প্রফেসর ইউনূসের সাথে সুনির্দিষ্টভাবে আলোচনা করেন।
 
সোমবার প্রফেসর ইউনূস আজারবাইজান স্টেট ইকোনমিক্যাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে “সোস্যাল বিজনেস - দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট” শীর্ষক মূল সম্মেলন বক্তৃতা প্রদান করেন। আজারবাইজানের মন্ত্রী ও সংসদ সদস্যগণ, পার্লামেন্টের ডেপুটি স্পিকার, আমলাবৃন্দ এবং আজারবাইজান, রাশিয়া, তুরস্ক, কিরগিজস্থান, কাজাকিস্থান ও জর্জিয়ার শিক্ষাবিদগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
এরপর আজারবাইজান স্টেট ইকোনমিক্যাল ইউনিভার্সিটিতে একটি “ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র” প্রতিষ্ঠা বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনূস সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজারবাইজানে সামাজিক ব্যবসা ও এ-বিষয়ক গবেষণাকে এগিয়ে নিতে নবপ্রতিষ্ঠিত এই সামাজিক ব্যবসা কেন্দ্রটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রগুলোর মধ্যে ২৪তম।
 
সফরের শুরুতে প্রফেসর ইউনূস আজারবাইজানের অর্থমন্ত্রী প্রফেসর শাহিন মুস্তাফাইয়েভ এবং শ্রম ও সামাজিক জনসংখ্যা সুরক্ষা বিষয়ক মন্ত্রী প্রফেসর সলিম মুসলামভের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। সামাজিক ব্যবসা এবং দারিদ্র বিমোচন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করতে মন্ত্রীদ্বয় প্রফেসর ইউনূসের সাথে দীর্ঘ বৈঠক করেন। উভয় মন্ত্রীই সামাজিক ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পেতে জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে তাঁদের প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নেন।
 
মাইক্রোফাইনান্স এসোসিয়েশন অব আজারবাইজানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রফেসর ইউনূসের সফরকালে তাঁর সাথে সাক্ষাৎ করেন। ঐ দিনই প্রফেসর ইউনূস আজারবাইজানের এডিএ ইউনিভার্সিটিতে বক্তৃতা দেন। আজারবাইজানে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এবং নেতৃস্থানীয় শিক্ষাবিদ ও ছাত্ররা তাঁর বক্তৃতা শুনতে জমায়েত হন।
 
এছাড়াও প্রফেসর ইউনূস ইন্টারন্যাশনাল ইউরেশিয়া প্রেসের কার্যালয়ে তাঁর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে আগত এক বিশাল শ্রোতৃমন্ডলীর উদ্দেশ্যে বক্তৃতা করেন। তাঁর সর্বাধিক বিক্রিত বই “ব্যাংকার টু দ্য পুয়র” বইটির আজেরী ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য, কূটনীতিক, শিক্ষাবিদ ও ক্ষুদ্রঋণ কমিউনিটির সদস্যরা সমবেত হন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন সামাজিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী ড. মতিন, যিনি বলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ বিষয়ে অধ্যয়ন করেন। তিনি তাঁর কোর্সের অংশ হিসেবে “ব্যাংকার টু দ্য পুয়র” বইটি পড়েছিলেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates