উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে সতর্ক অবস্থানে ছিল জাপানি সামরিক বাহিনী। মঙ্গলবার জাপানের সরকারি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জাপানের দিকে আসা যেকোনো সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখলে জাপানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্রবিধ্বংসী গ্রুপকে তা ভূপাতিত করার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একটি অনুল্লিখিত সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়া মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পূর্ব উপকূলে সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হয়েছিল। যদিও উৎক্ষেপণের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়েনি। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ক্ষেপণস্ত্র উৎক্ষেপণ নিয়ে ইয়োনহাপের সংবাদের ব্যাপারে তারা নিশ্চিত না হলেও, উত্তর কোরিয়ার মিসাইল সম্পর্কিত সব ধরনের কাজের উপর তারা নিবিড়ভাবে নজর রাখছেন।
জাপানি কর্তৃপক্ষের আশঙ্কা, উত্তর কোরিয়ার কাছে মুসুডান ক্ষেপণাস্ত্র আছে, যা সহজেই জাপান এবং যুক্তরাষ্ট্রের গুয়াম অঞ্চলে আঘাত হানতে পারে। এই আশঙ্কাতেই জাপান তার দেশের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী বাহিনীকে সতর্ক করে দিয়েছিল বলে দেশটির বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা, স্যাটেলাইট নিক্ষেপ এবং বিভিন্ন পাল্লার মিসাইলের পরীক্ষামূলক উেক্ষপণের পর ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মার্চ মাসে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স
No comments:
Post a Comment