আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ। মঙ্গলবার তিনি জানিয়েছেন, চলতি ইউরো শেষে বিদায় বলবেন তিনি।
এই মুহূর্তে ফ্রান্সে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলছেন সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর সুইডিশ স্ট্রাইকার। কিন্তু ইউরোতে একেবারেই নিষ্প্রভ ইব্রা। সেই সঙ্গে তার দল সুইডেনেরও অপেক্ষা কেবল বিদায় ঘণ্টা বাজার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে সুইডেন। সেই ম্যাচে হারলেই উয়েফা ইউরো থেকে বিদায় নিবে সুইডেন। সেক্ষেত্রে দেশের জার্সিতে এটাই হতে পারে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ধারণা করা হচ্ছিল রিও অলিম্পিকে সুইডেন দলেও থাকবেন তিনি।
অবসর নেয়া প্রসঙ্গে ইব্রাহিমোভিচ বলেন, আমি এখন পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য গর্বিত। সবসময় সুইডেনের খেলার সময় পতাকা নিয়ে হাজির থাকবো। ইব্রা সুইডেনের জার্সি গায়ে ১১৫ ম্যাচে ৬২ গোল করেছেন যা সুইডেনের ইতিহাসে সর্বোচ্চ। বিবিসি।
No comments:
Post a Comment