শনির দশা চলছে যেন কার্দাশিয়ান পরিবারে! একের পর এক চুরির ঘটনা ঘটছে তাদের জীবনে। গতবছরের অক্টোবরে প্যারিসে ডাকাতের কবলে পড়েন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। সেই আতঙ্ক না কাটতেই প্রাতিষ্ঠানিকভাবে আবারও লুট হন এই পরিবার। তাদের মালিকানাধীন ফ্যাশন স্টোর ‘ড্যাশ’-এ লুটের ঘটনা ঘটার পর এবার ২ লাখ ডলারের গয়না চুরি গেল কেন্ডাল জেনারের।
কেন্ডালের লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে গয়নাগুলি চুরি গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টা ১৫ নাগাদ ৯১১ নম্বরে তারা একটি ফোন পান। হলিউড হিলসে কেন্ডাল জেনারের বাড়ি থেকে ফোনটি করা হয়েছিল।
সূত্র মতে, চুরির আগের দিন কেন্ডাল নিজের বাড়িতে একটি পার্টি রেখেছিলেন। পার্টিতে পরিচিতদের সঙ্গে কিছু অপরিচিত ব্যক্তিও এসেছিলেন। সময়মতো পার্টি শেষ হয়ে যায়। কিন্তু রাতে হঠাৎ অ্যালার্মের আওয়াজে সচকিত হয়ে ওঠেন কেন্ডাল। কেউ দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু তিনি তখন মাথা ঘামাননি। প্রায় এক ঘণ্টা পরে তিনি দেখেন তার গয়নার বাক্স খোলা। তাতে একটিও গয়না নেই।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোয়েন্দারা এখনও কোনও সূত্র পাননি। জোর করে ঘরে ঢোকা বা বেরোনোরও কোনও চিহ্ন পাওয়া যায়নি। তাই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
উল্লেখ্য, কিম কার্দাশিয়ান ও তার পুরো পরিবারই মার্কিন রুপালি জগতের বাসিন্দা। প্রতিটি সদস্যই তারকা খ্যাতি পেয়েছেন নিজেদের নানা কাজের মাধ্যমে। বিশেষ করে ফ্যাশন জগতে তাদের নামডাক ব্যাপক।
সূত্র- ডেকান ক্রনিকলস
No comments:
Post a Comment