ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকায় বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় ১৬ মার্চ বৃহস্পতিবার রাতে বাব আল মান্দেব প্রণালীর কাছে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জানা যায়, সোমালি শরণার্থীবাহী নৌকাটি ইয়েমেন থেকে সুদানের দিকে যাওয়ার সময় এ হামলার শিকার হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। এ সময় ৮০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন সৌদি বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ওই শরণার্থী নৌকায় হামলা চালানো হয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
No comments:
Post a Comment