নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে গাড়ি বিকল হয়ে পড়ায় পিপাসায় ৪৪ শরণার্থীর মৃত্যু হওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। বেঁচে যাওয়া ছয়জনের কাছ থেকে এ তথ্য পাওয়ার কথা বিবিসি’কে জানিয়েছে রেডক্রস।
বেঁচে যাওয়া ছয়জনের সবাই নারী। তারা হেঁটে দূরের একটি গ্রামে পৌঁছায়। নাইজারের দিরকাউয়ে তাদেরকে দেখভাল করা হচ্ছে বলে জানিয়েছেন রেডক্রস কর্মকর্তা লাওয়াল তাহের।
এই শরণার্থীরা ঘানা এবং নাইজেরিয়া থেকে লিবিয়ায় যাওয়ার চেষ্টা করছিল। ইউরোপে যওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগে নাইজার থেকে লিবিয়াই হচ্ছে শরণার্থীদের জন্য অন্যতম প্রধান রুট।
No comments:
Post a Comment