জাপান উপকূলে মার্কিন নৌবহরের একটি রণতরীর সঙ্গে অপর এক বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই রণতরীর কমান্ডিং অফিসার আহতসহ অন্তত ৭ সেনা নিখোঁজ রয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।
ওই বিবৃতির বরাতে জানা গেছে, ফিলিপাইনের পতাকাবাহী একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলেও ঘটনাক্রমে মার্কিন রণতরীটির স্টারবোর্ডের দিকে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
এ ঘটনায় ওই রণতরীর কমান্ডার ব্রাইস বেনসনসহ অপর দুই সেনা আহত হয়। তাদের তিনজনকেই জাপানের ইয়োকোসুকার একটি নৌ-হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বর্তমানে ব্রাইসের অবস্থা স্বাভাবিক আছে বলে জানাচ্ছে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা।
তারা আরো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাত ২টা ৩০ মিনিটে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটজেরাল্ডে পানি ঢুকে গেলেও এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে নেই। অপরদিকে ঘটনার পর পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়।
বিবিসি ও সিএনএন।
No comments:
Post a Comment