শান্তি চুক্তির শর্ত বারবার লঙ্ঘন করায় কলম্বিয়া সরকারকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছে দেশটির মার্কসবাদী বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। রবিবার এক বিবৃতিতে ফার্কের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই ধরণের দীর্ঘসূত্রিতা চলতে থাকলে তারা অস্ত্র পরিত্যাগের ক্ষেত্রে বিলম্বের হুমকি দিচ্ছে।
বিদ্রোহী নেতা রদ্রিগো লন্ডনো এক টুইটার বার্তায় বলেন, সরকারের এমন আচরণের কারণে ফার্ক আন্তর্জাতিক মনিটরিংয়ের দাবি জানাতে যাচ্ছে।
এর আগে তিনি বিদ্রোহীদের অস্ত্রত্যাগ স্থগিতের কথা বিবেচনা করেছিলেন।
এএফপি।
No comments:
Post a Comment