চতুর্থবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন শের বাহাদুর দেউবা। আজ রোববার নেপালের পার্লামেন্টে ভোটাভুটি। সেখানে একমাত্র প্রধানমন্ত্রীপদপ্রার্থী দেওবা। কয়েক দিন আগে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন মাও নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড। প্রধান বিরোধী দল সিপিএন–ইউএমএল এবার কোনো প্রার্থী দেয়নি। তাই রোববার সন্ধ্যায় নিয়মরক্ষার ভোটাভুটি হতে চলেছে। এরপরেই প্রধানমন্ত্রী হবেন নেপালি কংগ্রেস দলের সভাপতি দেউবা।
প্রধানমন্ত্রী পদে দেউবার নাম প্রস্তাব করেছেন প্রচণ্ড। আর তা সমর্থন করেছেন নেপালি কংগ্রেস নেতা রাম চন্দ্র পৌদল। সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থনেই নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী। ৫৯৩ আসনের নেপালি পার্লামেন্টে সরকার গড়তে ২৯৭ জনের সমর্থন দরকার দেউবার। নেপালি কংগ্রেস–মাওয়িস্ট সেন্টার জোটের ২৮৭ এমপি রয়েছে। চারটি ছোট দল সমর্থন করবে এই জোটকে, যাদের এমপি সংখ্যা ২১।
এর আগে ১৯৯৫ থেকে ১৯৯৭, ২০০১ থেকে ২০০২ এবং ২০০৪ থেকে ২০০৫— তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। সরকার গড়তে ক্ষমতা ভাগাভাগির শর্তে জোট সরকার গড়ে নেপালি কংগ্রেস এবং সিপিএন–এমসি। সেই শর্ত মেনে ২৪ মে প্রধানমন্ত্রী পদ ছাড়েন প্রচণ্ড।
Sunday, June 4, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment