Social Icons

Monday, June 5, 2017

ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে সংকটকাল চলছে। এই সংকট উত্তরণে আমদের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। দেশের মানুষ ভালো নেই। তারা সরকারের জুলুম নিপীড়নের অবসান চায়।
 
সোমবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা’র ‘নবরাত্রি’ হলরুমে তিনি এ ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতারের আগে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন  খালেদা জিয়া।
 
ইফতারে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এলডিপি) কর্নেল অলি আহমদ বীরউত্তম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তুজা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যেজোটের একাংশের চেয়ারম্যান এমএ রকিব, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির নুর হোসেন কাসেমী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারপ্রাপ্ত সভাপতি রেহানা প্রধান এবং তার মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বিপ, বাংলাদেশ জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
 
বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এই ইফতার মাহফিলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতিমণ্ডলীর সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলো বিএনপি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ আসেননি।
 
এদিকে বেগম খালেদা জিয়া আজ এক বিবৃতিতে গত শনিবার রাতে রাজধানী লন্ডনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র লন্ডন ব্রিজের ফুটপাথে পথচারীদের ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে পিষ্ট করে ও ছুরিকাঘাতে ৭ জনকে হত্যা ও কমপক্ষে ৩০ জনকে আহত করার প্রাণবিনাশী রক্তাক্ত ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, যুক্তরাজ্যে কয়েক মাসে রক্তপিপাসু সন্ত্রাসীরা যেভাবে সাধারণ পথচারী ও নিরীহ মানুষকে আকস্মিক আক্রমণ চালিয়ে হত্যা করেছে তা মানব বিবেককে নিদারুণভাবে ব্যথিত করেছে, বিশ্ববাসীর হূদয়ে অশ্রু ঝরেছে।বেগম জিয়া বিবৃতিতে আরো বলেন, এই রক্তপিপাসু দানবীয় শক্তিকে এই মুহূর্তে পরাজিত করতে হবে, দেশে দেশে এদের প্রাণঘাতি নেটওয়ার্ক নির্মূল করতে হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates