Friday, June 2, 2017
৪০০ আফ্রিকানকে এক সাথে পার্মানেন্ট ডকুমেন্ট দিয়েছে ব্রাজিল ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৯৭২ জন বিদেশীকে ব্রাজিল সরকার পার্মানেন্ট ডকুমেন্ট দিয়েছে। এই বছর দ্বিতীয় বারের মত ৪০০ জন আফ্রিকান এক সাথে ব্রাজিলের পার্মানেন্ট ডকুমেন্ট পেল।
৯৭২ জন ঘানা এবং সেনেগাল নাগরিক ছিলেন।
ব্রাজিলের শ্রমমন্ত্রী রোনালদো নগুয়েরা বলেন ন্যাশনাল ইমিগ্রেশন কাউন্সিলে ইউনিয়ন পাবলিক ডিফেন্ডার (DPU) (CNIg) এর মাধ্যমে এই পার্মানেন্ট ডকুমেন্ট দেয়া হয়।
ইতিমধ্যে যে সকল বিদেশী নাগরিক ব্রাজিলের পার্মানেন্ট ডকুমেন্ট পেয়েছেন তারা ইচ্ছে করলে নিকটতম পুলিশিয়া ফেডারেলে গিয়ে অনির্দিষ্টকালের জন্য এলিয়েন সনাক্তকরণ এর আবেদন করতে পারবেন।
শ্রম মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিকল্প সমন্বয়কারী লুইস আলবার্তো মাতস দস সান্তোস বলেন, যে সকল বিদেশি নাগরিক রিফুজি আবেদন করে আমাদের দেশে কাজ করছেন।সরকারকে ট্যাক্স দিচ্ছেন আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি । তারা সবাই ব্রাজিলের পার্মানেন্ট ডকুমেন্ট পাবেন।
তিনি আরও বলেন ব্রাজিল একমাত্র দেশ যেখানে পার্মানেন্ট ডকুমেন্ট,ভিসা ছাড়া ছাড়াও মানুষ কাজ করছেন। ব্রাজিলের পুলিশ তাদের কোন প্রকার বিরক্ত করে না।
সুত্র ---পোর্টাল ব্রাজিল, শ্রম তথ্য মন্ত্রণালয়
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment