ইউরোপের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনে গত বছরের তুলনায় এবার অভিবাসন প্রত্যাশীদের স্রোত দ্বিগুণ হয়েছে। বিপুল সংখ্যক শরণার্থী প্রতিদিন দেশটির দক্ষিণ উপকূলে এসে পৌঁছাচ্ছে।
আগে এই শরণার্থীরা লিবিয়া হয়ে ইউরোপ পাড়ি জমাত। কিন্তু এখন লিবিয়ার যুদ্ধ, সংঘাত ও সহিংসতার হাত থেকে রক্ষা পেতে এই সব শরণার্থী স্পেন হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাইছে। আলবোরান সমুদ্রে বুধবার থেকে এখন পর্যন্ত আটটি নৌকার আরোহী ৩৮০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এই সমুদ্রটি মরক্কোর উত্তরাঞ্চলের সঙ্গে স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলকে সংযুক্ত করেছে।
মানবাধিকার সংগঠন এসওএস র্যাসিসমে’র স্প্যানিশ শাখার মুখপাত্র মিকেল আরাগুয়াস বলেন, ‘আমরা শঙ্কিত। কারণ কয়েক বছরের মধ্যে চলতি বছরেই সবচেয়ে বেশি শরণার্থী প্রবেশ করেছে এবং এলাকাটি অত্যন্ত বিপদসংকুল। এখানকার স্রোতে অত্যন্ত শক্তিশালী।’
গত সপ্তাহে শক্তিশালী ঢেউয়ের আঘাতে সাগরে একটি ডিঙ্গি উল্টে যায়। ৫২ আরোহীসহ নৌকাটি সম্ভবত মরক্কো থেকে আসে। কোস্টগার্ডের সদস্যরা নৌকাটির মাত্র তিন জনকে জীবিত উদ্ধার করেছে। বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানো শরণার্থীদের অধিকাংশই সাব সাহারা আফ্রিকান দেশের বাসিন্দা। নিজ দেশে চরম দারিদ্র অথবা সংঘাত-সহিংসতা থেকে রক্ষা পেতে তারা এই পথ বেছে নিয়েছে। এএফপি।
No comments:
Post a Comment