আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর সিনিয়র এক কমান্ডারের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে মোতায়েনরত মার্কিন বাহিনী।
শনিবার এক বিবৃতিতে মার্কিন বাহিনী জানায়, ‘ইউএস ফোর্সেস-আফগানিস্তান নিশ্চিত করছে যে, আফগানিস্তানের খোরাশান প্রদেশের ইসলামিক স্টেটের আমির আবু সাইয়েদ মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছে। ১১ জুলাই কুনার প্রদেশে আইএস’র সদরদপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয়।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অভিযানটি আফগানিস্তানে আইএস দমনে আরেকটি সাফল্য’। এছাড়া ন্যাটো নেতৃত্বাধীন রেস্যোল্যুট সাপোর্ট মিশনের কমান্ডার জেনারেল নিকোলসন বিবৃতিতে বলেন, ‘গত বছর থেকে এ পর্যন্ত আবু সাইয়েদকে নিয়ে আমরা তিন জন আইএস নেতাকে হত্যা করেছি। আমরা চূড়ান্ত সফল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখব।’
এদিকে আফগান বাহিনীর অভিযানে আরো ৯ আইএস যোদ্ধা নিহত ও আরো ৫ জন আহত হয়েছে। পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের পাচিরাগাম জেলায় এ সামরিক অভিযান চালানো হয়। এএফপি।
No comments:
Post a Comment