রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার প্রতিশোধে প্রায় ৩০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সম্পত্তি জব্দের জন্য প্রস্তুত মস্কো। রুশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে বলে মঙ্গলবার খবর প্রকাশ করেছে বিবিসি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূতের বরাত দিয়ে রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়া এই হুমকির খবর প্রকাশ করেছে। এছাড়া সম্প্রতি অন্যান্য রুশ কর্মকর্তারাও একই ধরনের বিবৃতি দিয়েছেন।
গত ডিসেম্বরে ওয়বামা প্রশাসন রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করে এবং দেশটির দুটি গোয়েন্দা কম্পাউন্ড বন্ধ করে দেয়। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ এনে এই পদক্ষেপ নেয় তৎকালীন বিদায়ী মার্কিন প্রশসান। যদিও মস্কো এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়া।
গত ৭ জুলাই জাপানের হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় এ বিষয়টি তুলে ধরেন পুতিন।
No comments:
Post a Comment