রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে জ্বালানি খাতের প্রকল্পসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। সোমবার তাদের মধ্যে এই ফোনালাপ হয়েছে বলে ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে। খবর তাস’র।
ক্রেমলিন আরো জানায়, ‘দুই নেতা রাশিয়া ও ভেনিজুয়েলার মধ্যকার সহযোগিতার বিভিন্ন বাস্তবধর্মী ইস্যু নিয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে তাদের মধ্যে উভয় দেশের জন্য লাভজনক জ্বালানি খাতে যৌথ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, ‘মাদুরো ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তার সরকারের প্রচেষ্টার ব্যাপারে পুতিনকে অবহিত করেন।’ এপ্রিল মাসের শুরু থেকে ভেনিজুয়েলায় বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত এই বিক্ষোভ-সহিংসতায় প্রায় ৯০ জন নিহত ও প্রায় দেড় হাজার লোক আহত হয়েছে। এছাড়াও কয়েকশ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
Tuesday, July 11, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment