Social Icons

Tuesday, July 11, 2017

শাহজালাল ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিট থেকে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। মঙ্গলবার দুপুরে এগুলো জব্দ করা হয়। এর আগে গত রবিবার ২টি পিস্তল জব্দ করেছিল শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, এই অস্ত্রের আমদানিকারক মেসার্স ইমরান আর্মস এ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক। তিনি জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরনো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের (মঙ্গলবার) অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান জানান, পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরনো ও ফ্যাব্রিকেটেড। একই সাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।
এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ (মঙ্গরবার) মোট ২১টি অস্ত্র আটক হলো। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ বিষয়ে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে বলে ডিজি মঈনুল জানান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates