Social Icons

Monday, December 21, 2015

আট বছরের জন্য নিষিদ্ধ ব্লাটার-প্লাতিনি

ফিফার নৈতিক কমিটির দুর্নীতি বিষয়ক একটি তদন্তের পরে ফিফা সভাপতি সেপ ব্লাটার ও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবল সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হয়েছেন। নিষিদ্ধ করার পাশাপাশি ব্লাটারকে ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে এবং প্লাতিনিকে জরিমানা করা হয়েছে ৮০ হাজার ফ্রাঙ্ক।
 
আজ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্লাতিনি সেপ ব্লাটার থেকে ২০১১ সালে ১.৩ মিলিয়ন ইউরো গ্রহণ করায় এই দুইজনের বিরুদ্ধে এই অ্যাকশন নেয়া হয়েছে। দুইজনই এই অর্থ লেনদেনের কথা স্বীকার করলেও তারা কোনো খারাপ কাজ করার কথা অস্বীকার করেছেন। 
 
১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত ব্লাটারের টেকনিক্যাল এডভাইজর ছিলেন, সেই সময়ের চুক্তির ভিত্তিতে তাকে এই অর্থ দেয়া হয়েছে। এই লেনদেনের কোনো লিখিত চুক্তি ছিল না বরং মৌখিকভাবে দুইজন এই চুক্তিতে একমত হয়েছিলেন বলে দাবি করেছেন যা এখন সুইস আইনানুযায়ী তদন্ত হচ্ছে। 
 
১৯৯৮ সাল থেকে ফিফা সভাপতি হিসেবে দায়িত্ত্ব পালন করা ৭৯ বছর বয়সী ব্লাটার ইতোমধ্যে তার দীর্ঘ ফুটবল প্রশাসন জীবন থেকে অবসর নিয়েছেন। এদিকে ৬০ বছর বয়সী প্লাতিনিকে ফিফার ভবিষ্যত কর্ণধার হিসেবে ভাবা হচ্ছিল। তিনবার সেরা ইউরোপিয়ান ফুটবলারের পুরস্কার জেতা ফ্রান্সের কিংবদন্তি খেলোয়াড় ২০০৭ সাল থেকে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন।বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates