বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পৌর নির্বাচনে জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার সকালে জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান তিনি ।
ফখরুল বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। বাকি দিনগুলোতে বিএনপি জোট সমন্বিতভাবে প্রচারণা চালাবে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। শেষ হয় ১২টার দিকে।


No comments:
Post a Comment