Social Icons

Sunday, December 6, 2015

দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৪০৯

ভারত-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের শেষ দিন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ৪০৯ রান। আর ভারতের প্রয়োজন ৮ উইকেট। রবিবার ম্যাচের চতুর্থ দিন ভারতের দেয়া ৪৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ২৩ ও এবি ডি ভিলিয়ার্স ১১ রানে অপরাজিত আছেন।
 
এদিন দ্বিতীয় ইনিংসের ব্যাটে নামা ভারত ৫ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। রাহানে শতরান করে অপরাজিত থাকেন। আর বিরাট কোহলি ৮৮ রান করে আউট হন। এর আগে প্রথম ইনিংস শেষে ২১৩ রানে এগিয়ে ছিলো কোহলিরা।
 
দিল্লির ফিরোজ শাহ কোটলায় গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে প্রথম ইনিংসের খেলা শেষ করে ভারত।
 
দলের পক্ষে অজিঙ্কা রাহানে ১২৭, রবীচন্দ্রন অশ্বিন ৫৬ ও বিরাট কোহলি ৪৪ রান করেন। প্রোটিয়াদের পক্ষে কাইল অ্যাবোট ৫টি, ডেন পিয়েদ ৪টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।
 
পরে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসের ব্যাটে নেমে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায়। প্রতি ম্যাচের মত এই ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে স্পিন দিয়ে কাবু করে ভারত।
 
রবীন্দ্র জাদেজা একাই নেন পাঁচটি উইকেট। টেম্বা বাভুমা, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স ও ডেন পিয়েদকে সাজঘরে ফেরান জাদেজা। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন ২টি, উমেশ যাদব ২টি ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন এবি ডি ভিলিয়ার্স।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates