নিউক্যাসলের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৯তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ডাচ মিডফিল্ডার জিওর্জিনিয়ো ভেইনালডামের আড়াআড়ি শট রুখতে পা বাড়িয়ে দেন মার্টিন স্কার্টেল। কিন্তু স্লোভাকিয়ার এই ডিফেন্ডারের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। যোগ করা সময়ে ভেইনালডাম নিজেই জালে বল পাঠিয়ে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ করে দেন।

২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছে নিউক্যাসল। ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে আসরের চমক জাগানো দল লেস্টার সিটি। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ২৯। তবে গোল পার্থক্যে এগিয়ে ম্যানসিটি। গোল ডটকম।


No comments:
Post a Comment