Sunday, December 6, 2015
শাহজালালে বিমান থেকে ৩৭ কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার দুবাই থেকে আসা একটি বিমান থেকে ৩৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণগুলোর মূল্য আনুমানিক ১৯ কোটি টাকা। বিমানবন্দর ও ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, আজ সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৬) একটি বিমান অবতরণ করে। এসময় বিমানের একটি ছিটের নিচে কোনো বস্তু পড়ে আছে দেখে ওই বিমানের ক্যাপ্টেন সিভিল এভিয়েশনকে জানায়। সিভিল এভিয়েশন ও কাস্টমস কর্তাদের উপস্থিতিতে র্যাবের ডগ স্কয়ার্ড বিমানে তল্লাশি চালায়। এসময় বিমানের একটি যাত্রী আসনের নিচে থেকে ৩২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট কেউ আটক হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানায়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment