বিপিএলে জয়ে ফিরলো সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। মঙ্গলবারের ম্যাচে সৌম্য-জহুরুলের ব্যাটিং নৈপুণ্যে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংসকে তারা হারালো ৯ উইকেটে। ফলে ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে চলে গেল রংপুর। এর আগে ঢাকায় সর্বশেষ ম্যাচে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে রংপুর রাইডার্স হেরেছিলো ৯ উইকেটে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসের দেয়া ১১২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের অপরাজিত ৫৮ ও জহুরুল ইসলামের ৪৭ রানের সুবাদে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রংপুর রাইডার্স। এদিন রংপুর রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল ইসলাম ১০২ রানের একটি পার্টনারশীপ গড়েন। ইনিংসের ১৬তম ওভারে শফিউল ইসলামের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জহুরুল ইসলাম। ম্যাচ সেরা হন সৌম্য সরকার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১১১ রান সংগ্রহ করে তামিমের দল চিটাগাং ভাইকিংস। ২২ নভেম্বর বিপিএল শুরুর ম্যাচে মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেই ম্যাচে চিটাগাং ভাইকিংস প্রথমে ব্যাট করে ১৮৭ রান করেও ২ উইকেটে হেরে গিয়েছিলো। দিনের অপর ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের মুখোমুখি হবে নাসির হোসেনের দল ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
No comments:
Post a Comment