মুন্সীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আবদুল হাই, শহর বিএনপির সভাপতি, বর্তমান মেয়র ও প্রার্থী এ কে এম ইরাদত মানুসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল দুপুর পৌনে ১২টায় শহরের পুরনো কাছারি মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায়বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও মেয়র প্রার্থী বিএনপি নেতা এ কে এম ইরাদত মানু বলেন, তারা শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গণসংযোগ করছিলেন। মসজিদ মার্কেট এলাকায় গণসংযোগকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, শহর আওয়ামী লীগ নেতা রায়হানউজ্জামান রাসেল ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দলীয় সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গত পাঁচবারের সাবেক সংসদ সদস্য আবদুল হাইয়ের কালার চেপে ধরে শরীরের বিভিন্নস্থানে পেটাতে থাকে। এ সময় দলীয় আরও ৯-১০ জনকে তারা পেটায়।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুল হাই আরও বলেন, এ বিষয়ে আমরা স্থানীয় নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনকে জানিয়েছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমরা পরে সিদ্ধান্ত নেবো নির্বাচন করবো কিনা। এ বিষয়ে সিইসির কাছে লিখিতভাবে জানাবেন। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে মেয়র প্রার্থী এ কে এম ইরাদত মানু জানিয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment