Social Icons

Thursday, December 3, 2015

ভারতীয় সর্বোচ্চ আদালত - অসুস্থ স্ত্রীকে কোনোভাবেই ডিভোর্স নয়

কোনো অবস্থাতেই অসুস্থ স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে পারবেন না স্বামী। এক্ষেত্রে স্ত্রীর সম্মতি থাকলেও কোনও লাভ হবে না। স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠলে, তবেই মিলবে বিবাহবিচ্ছেদের অনুমতি। মানবিক এই রায় দেশের শীর্ষ আদালতের। স্ত্রী রুগ্ন বা অসুস্থ হলেই তাঁকে ত্যাগ করার প্রবণতা প্রচিলত রয়েছে আমাদের সমাজে। নিজের অসুস্থতায় বিরক্ত স্বামীকে মুক্তি দিতে বিবাহবিচ্ছেদে সায়ও দিয়ে দেন এ দেশের মহিলারা। এমন স্ত্রী-দের করুণ পরিণতির কথা বিবেচনা করে, যুগান্তকারী এক রায় শোনাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি ডিভোর্সের পিটিশন খারিজ করে দিয়ে এমওয়াই ইকবালের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, 'হিন্দু বিবাহ হল স্বামী ও স্ত্রীর মধ্যে এক পবিত্র সম্পর্ক স্থাপন। এক্ষেত্রে স্ত্রী তাঁর স্বামীর ঘরে নবজন্ম নিয়ে নতুন জীবন শুরু করেন... একজন হিন্দু স্ত্রীর কাছে তাঁর স্বামী ভগবানের মতো। তিনি শুধু জীবন এবং ভালোবাসাই শেয়ার করেন না, স্বামীর আনন্দ, দূঃখ, সমস্যা সবই ভাগ করে নেন এবং স্বামীর জীবন ও কর্মকাণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যান।' এ কথা বিবেচনা করেই স্ত্রীর কঠিন সময়ে স্বামীর তাঁর পাশে থাকা উচিত বলে মত শীর্ষ আদালতের। যে ডিভোর্সের পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্ট এই রায় দেয়, সেই মামলায় স্ত্রী স্তন ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজের রোগী। স্বামী ১২.৫ লক্ষ টাকা খোরপোষ দিয়ে তাঁর থেকে বিচ্ছেদ নিতে চায় জেনে, তাতে সম্মতিও দিয়েছিলেন স্ত্রী। তাঁর চিকিত্‍‌সার জন্য অর্থের প্রয়োজনের কথা বিবেচনা করে, আদালত স্বামীকে ৫ লাখ টাকা স্ত্রীর চিকিত্‍‌সার জন্য দিতে নির্দেশ দিয়েছে। স্ত্রী সুস্থ হয়ে উঠলে তবেই ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। পাশাপাশি শীর্ষ আদালত এদিন মনে করিয়ে দিয়েছে, বিবাহ আইন অনুযায়ী, স্ত্রীর যাবতীয় যত্ন নেওয়ার দায়িত্ব তাঁর স্বামীরই। আদালতের নির্দেশ, শুধু ভাত-কাপড়ের দায়িত্ব নেওয়াই নয়, স্ত্রীকে সমস্ত সমস্যা থেকে বাঁচিয়ে সুস্থ ও সুরক্ষিত রাখতে হবে স্বামীকে।

  • সূত্র: এই সময় 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates