Social Icons

Thursday, December 3, 2015

বিকল্পপথে ফেসবুক ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে ৩ জন গ্রেপ্তার

বিকল্প পথে ফেসবুকে ঢুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর সামনে রেখে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুকসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ অ্যাপ বন্ধ করে দেয় সরকার। বৃহস্পতিবার রাজধানী থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-তওহীদ হাসান (২১), তানভীর আহমেদ (১৮) ও ওমর ফারুক (২২)। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বিভিন্ন ভুয়া আইডি যেমন মাঝি ছাড়া নৌকা, আলবার্ট আইনষ্টাইন ইত্যাদি দিয়ে বিকল্প পথে ফেইসবুকে ঢুকে এরা সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৮ নভেম্বর ফেসবুক বন্ধ করে দেওয়া হলেও বিকল্প পথে অনেকেই ফেসবুক ব্যবহার অব্যাহত রেখেছেন। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates