Saturday, December 5, 2015
‘জামায়াতকে সমর্থন দেয়ায় বিএনপির ভোট ব্যাপকভাবে কমবে’
নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনহীন জামায়াতকে সমর্থন দেয়ায় এবারের পৌরসভা বিএনপির ভোট ব্যাপক কমে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত বলেন, এবারের ইলেকশনে দেখা গেল যে জামায়াত নাই, যার নিবন্ধন নাই, তাদের ২৯ জন প্রার্থীকে বিএনপি সমর্থন জানাচ্ছে। বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যদি এভাবেই থাকেন, তাহলে ভোট আপনাদের কমবে না? শকিংলি কমবে। এ সময় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সাজা কমানোর আবেদনের বিষয়ে সুরঞ্জিত বলেন, ওরা যুদ্ধাপরাধ স্বীকার করছে, আর আপনি ওদের সঙ্গে জোট বাধছেন। আবার বলছেন, আমরা জামায়াতের সঙ্গে নাই, এটা তো হবে না।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment