Social Icons

Saturday, December 5, 2015

বিপিএল আমিরের ভাগ্য খুলে দিচ্ছে

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগই (বিপিএল) বদলে দিচ্ছে ভুল করে ‘পথভ্রষ্ট’ হওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের ভাগ্য। ম্যাচ গড়াপেটার দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে যিনি সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফেরেন। তারপর ডাক পান বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে। তরুণ এ ফাস্ট বোলারকে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও কোচ ওয়াকার ইউনিস যে মন্তব্য করেছেন তাতেই ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মিডিয়াকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার বলেছিলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর বাঁহাতি পেসার আমির তার সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে সবাইকে খুশি করেছে, নজর কেড়েছে। তাই আমাদের মত, জাতীয় দলে সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। আমরা আমিরকে জাতীয় দলের জন্য বিবেচনা করছি।’ তবে একই সঙ্গে শাহরিয়ার বলে দেন, ‘আমরা তাকে ডাকলেও তাকে ভদ্র ও নম্র ব্যবহারের জন্য গাইড করব। তাকে বিনয়ী হতে হবে। আমিরের এদিকটাতেও আমরা খেয়াল রাখব।’
বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে এ পর্যন্ত আট ম্যাচে ১১ উইকেট শিকার করা আমির সম্পর্কে পিসিবিপ্রধান আরও বলেন, ‘আমরা আমিরকে বলব ক্রিকেটভক্তরা তার আচরণ পর্যবেক্ষণ করবে। সাম্প্রতিক সময় তার পারফরম্যান্স খুবই ভালো হচ্ছে। সে জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে। তবে তার ফেরার পথে সামান্য কিছু জটিলতা আছে। তার জন্য আমরা একটা পথ বাতলে নেব। মনে হচ্ছে, গত চার-পাঁচ মাস সে ভালো পারফর্ম করেছে। কোচ আর নির্বাচকরা যদি তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
কোচ ওয়াকার ইউনিসও স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধাদেশ কাটানোর পর আমিরের জাতীয় দলে ফেরার পক্ষে। গত জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান আমির এবং গত সেপ্টেম্বরে নিষিদ্ধাদেশ উঠে যাওয়ার পর তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন। বিপিএলে আমিরের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ওয়াকার। বলেছেন, ‘নতুন করে ক্রিকেটে ফিরে আসার পর আমির ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে চমত্কার পারফরম্যান্স করছে। তাকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং পিসিবি প্রধানের সঙ্গে আমরা একমত।’
তবে আমিরকে আবার পাকিস্তান দলে ফেরানোটা অবশ্য স্পর্শকাতর বিষয়ই হবে। এরই মধ্যে আমিরের সঙ্গে এক দলে খেলার অনিচ্ছার কথা প্রকাশ্যেই বলেছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। গুঞ্জন রয়েছে, বর্তমান দলের আরও কয়েকজন ক্রিকেটারেরও একই মত।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates