পুলিশ দম্পতিকে হত্যার দায়ে ফাঁসির রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছেন তাদের মেয়ে ঐশী রহমান। রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি জমা দেওয়া হয় বলে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান। তিনি বলেন, নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদ-র রায় বাতিল করে খালাস চেয়ে ওই আপিল করা হয়। ২৫ পৃষ্ঠার আপিল আবেদনে মূলত ঐশীর বয়সের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। নিম্ন আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে, ঐশী প্রাপ্তবয়ষ্ক। আমরা বলেছি, ঐশী শিশু। আর রায়ে তাকে কিশোরী হিসেবে দেখানো হয়েছে। আপিল শুনানি কবে হবে- তা জানতে চাইলে মাহবুব বলেন, আবেদনটি শিগগিরই গ্রহণযোগ্যতার শুনানির জন্য উপস্থাপন করা হবে। আগামী ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাই কোর্টে শীতকালীন ছুটি রয়েছে। তার আগে বা পরে আপিল শুনানির হতে পারে বলে জানান ঐশীর আইনজীবী।
গত ১২ই নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে ঐশীকে মৃত্যুদ-ের আদেশের পাশাপাশি তাকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছর সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আর হত্যাকা- সহযোগিতার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান ঐশীর আরেক বন্ধু আসাদুজ্জামান জনি।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment