পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টিতে লাহোর কালান্দার্সে খেলবেন মুস্তাফিজুর রহমান। আর পেশাওয়ার জালমির পক্ষে খেলবেন তামিম ইকবাল।
এর আগে পিএসএলের সবচেয়ে দামি ক্যাটেগরি, ‘প্লাটিনাম’ থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল করাচি কিংস। মুস্তাফিজ আর তামিম ছিলেন ‘গোল্ড’ ক্যাটেগরিতে।
‘প্লাটিনাম’ ক্যাটেগরিতে পারিশ্রামিক ১ লাখ ৪০ হাজার ডলার হলেও পাঁচ দলের পাঁচ ‘আইকন’ ক্রিকেটার, আফ্রিদি, মালিক, গেইল, পিটারসেন ও ওয়াটসন পাবেন ২ লাখ ডলার করে। ৫টি ক্যাটেগরিতে ১৩৮ জন পাকিস্তানি ক্রিকেটারসহ মোট ৩১০ জন ক্রিকেটার আছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। তবে সুযোগ পাবেন ১০০ জন ক্রিকেটার। প্রতিটি দলের নেয়ার কথা ২০ জন করে ক্রিকেটার।
ড্রাফটে ‘গোল্ড’ ক্যাটেগরিতে ছিলেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও শাহরিয়ার নাফিস। ‘সিলভার’ ক্যাটেগরিতে মাহমুদউল্লাহ, এনামুল হক, মুমিনুল হক ও ইমরুল কায়েস। ‘গোল্ড’ ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রামিক ৫০ হাজার ডলার; ‘সিলভার’ ক্যাটেগরিতে ২৫ হাজার।
আগামী ৪ থেকে ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে হবে এই টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন সাকিব-মুস্তাফিজ।


No comments:
Post a Comment