স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহাম্মদ নাসিম এমপি বলেছেন, পৌরসভা নির্বাচন সেমিফাইনাল খেলা। এ নির্বাচনে জিতে ২০১৯ সালে জাতীয় নির্বাচনের ফাইনাল খেলায় আপনাকে হোয়াইট ওয়াশ করে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে। বুধবার বেলা ৩টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনার স্বরাষ্ট্র মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখান করে খালেদা জিয়া তিন মাস দেশের মানুষকে পুড়িয়ে মেরেছেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনের উদ্ধোধন করেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে আলোচানা অনুষ্ঠানে প্রধান বক্ত্যা হিসাবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ও কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি আলি আজগর টগর।
এদিকে কাউন্সিল অধিবেশনে মাঠে প্রবেশ করতে না পেরে আওয়ামী লীগের এক গ্রুপ কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়। ব্যানার ও ফেসটুন ভাংচুর করে। এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। পরে পুলিশি এ্যাকশনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
পরে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে পুনরায় সাধারন সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
প্রসংগত ২০০৪ সালের ১৬ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছিল।
এদিকে কাউন্সিল অধিবেশনে মাঠে প্রবেশ করতে না পেরে আওয়ামী লীগের এক গ্রুপ কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়। ব্যানার ও ফেসটুন ভাংচুর করে। এ সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেয়। পরে পুলিশি এ্যাকশনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
পরে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে পুনরায় সাধারন সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
প্রসংগত ২০০৪ সালের ১৬ এপ্রিল আওয়ামী লীগের কাউন্সিল হয়েছিল। সোলায়মান হক জোয়ার্দ্দারকে সভাপতি ও আজাদুল ইসলাম আজাদকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছিল।
No comments:
Post a Comment