গত সাত বছরে বৈদেশিক রেমিট্যান্স জাতীয় আয়ে সবচেয়ে বেশি অবদান রাখা সেক্টরগুলোর মধ্যে অন্যতম। ২০০৯ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে বিদেশ যাওয়া প্রায় ৩৪ লাখ বাংলাদেশী কর্মীরা ৮৯ হাজার ৬’শ ১১ দশমিক ১৩ মিলিয়ন (প্রায় নয় বিলিয়ন) ডলার পাঠিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন, এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আরো পাঁচ লক্ষ শ্রমিক দেশের বাইরে যাবে। তিনি জানিয়েছেন বিদেশে বাংলাদেশের শ্রমবাজার বড় করার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকার দক্ষ শ্রমিক তৈরি করতে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে।
মালয়েশিয়ায় মাত্র ৩০ হাজার টাকা খরচে শ্রমিক পাঠাচ্ছে সরকার। মন্ত্রী জানিয়েছেন, সরকার বিশ্বের ১৬০ টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠাচ্ছে যারা গত ২০০৯ সাল থেকে অক্টোবর ২০১৫ পর্যন্ত ৮৯ হাজার ৬’শ ১১ দশমিক ১৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার বৈদেশিক কর্মসংস্থান ক্ষেত্রকে ‘বিশেষায়িত সেক্টর’ হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থ বছরে বৈদেশিক রেমিট্যান্স আসার প্রবাহ ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।


No comments:
Post a Comment