ঘরের মাটিতে শেষ ম্যাচ, সাথে টূর্নামেন্টে টিকে থাকার লড়াই। দুয়ে মিলে যেন ম্যাচটি ভাইকিংসদের কাছে হয়ে উঠলো 'বাঁচা মরার লড়াই'।
আর বাঁচা মরার এই লড়াইয়ে ভাইকিংসদের শুরুটাও হলো দূর্দান্ত। মাত্র ৭ ওভারেই বিনা উইকেটে দলীয় অর্ধশতক পার করে ফেললেন দুই ওপেনার তামিম ও দিলশান। কিন্তু এরপরেই যেন হঠাৎ ভূতেই পেল ভাইকিংসদের। ৭ ওভারে ৫০/১ থেকে স্কোরটি দাঁড়ালো ১৭ ওভারে ১০৯/৩। অর্থাৎ পরবর্তী ১০ ওভারে রান আসে মাত্র ৫৯।
কিন্তু তখনও ক্রিজে ছিলেন উমর আকমল। ১ম ম্যাচে মাত্র ১ রানে আউট হয়ে নিন্দীত হওয়া আকমল এদিন নিজের জাত চেনান। শেষ তিন ওভারে তিনি যোগ করলেন ২৭ রান।
ফলে নির্ধারিত ২০ ওভার শেষে চিটাগাং ১৩৬ রানের একটি ফাইটিং স্কোর দাঁড় করায়। উমর আকমল সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন। এর আগে দিলশান ৩৯ ও তামিম ২৭ রান করে আউট হন।
কুমিল্লার হয়ে আবু হায়দায়, শুভাগত হোম ও আশার জাইদি ১টি করে উকেট নেন।
কুমিল্লার হয়ে আবু হায়দায়, শুভাগত হোম ও আশার জাইদি ১টি করে উকেট নেন।
এখন লিটন-ইমরুল-শেহজাদ-মালিকরা কিভাবে আমির-তাসকিন-শফিউলদের মোকাবেলা করেন, এটিই দেখার বিষয়।
স্কোর :
চিটাগাং ভাইকিংস ২০ ওভারে ১৩৬/৫ (আকমল ৪৯*, দিলশান ৩৯, তামিম ২৭, জাইদি ১/১৮)
চিটাগাং ভাইকিংস ২০ ওভারে ১৩৬/৫ (আকমল ৪৯*, দিলশান ৩৯, তামিম ২৭, জাইদি ১/১৮)


No comments:
Post a Comment