ভারতে সম্প্রতি এক বিচিত্র প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। গরুর সাথে কে কত সুন্দর করে পোজ দিয়ে সেলফি তুলতে পারে- সেটাই ছিল প্রতিযোগীতার বিষয়। গরুর সুরক্ষা ও জবাইয়ের উপর সচেতনতা বাড়াতে এ প্রতিযোগীতার আয়োজন করেছিল কলকাতার 'গো শিবা পরিবার' নামক সংগঠনটি।
গত নভেম্বর থেকে মাসব্যাপী 'সেলফি উইথ কাউ' শিরোনামের এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। আয়োজকরা আমন্ত্রণ জানিয়ে আসছিলেন, গরুর সাথে সেলফি তুলে হ্যাশটাগের সাথে সামাজিক মাধ্যমে পোস্ট করতে।
রোববার প্রতিযোগীতার সেরা ছবি ঘোষণা করা হয়। সংগঠনের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, আমরা নভেম্বর মাস থেকে এই প্রতিযোগীতার আয়োজন শুরু করি। জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে আমরা এই ইভেন্টের আয়োজন করি। তিনি আরো বলেন, এই প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে সেলফি ট্রেন্ডে পরিণত হয়েছে। এই প্রতিযোগীতার কারণেই হয়ত তারা গরু রক্ষায় সচেতন হবে। উল্লেখ্য, হিন্দুধর্মাবলম্বীরা গরুকে পবিত্র মেনে পূজা করে। সম্প্রতি দেশটিতে গরুর মাংস খাওয়া ও বিক্রি ইস্যুতে বিতর্ক চলছে। কয়েক মাসের মধ্যে দেশটিতে পৃথক ঘটনায় তিন মুসলমানকে হত্যা করা হয়েছে।
Tuesday, December 22, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment