শেষ মূহূর্তে উইকেট পতনের কারণে চাপের মধ্যে আছে আক্রমণে থাকা শ্রীলঙ্কা। নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে আক্রমণাত্মক ব্যাটিং করা শ্রীলঙ্কা শেষ সময়ের তিন উইকেট হারিয়েছে। দ্বিতীয় টেস্টে অতিথিদের আশা বাঁচিয়ে রেখে অপরাজিত অর্ধশতকে উইকেটে আছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৬৪ রান। ম্যাথিউস ৬৩ ও দুশমন্থ চামিরা শূন্য রানে ব্যাট করছেন।
শুক্রবার সেডন পার্কে নিজের রেকর্ড গড়া ৯৯তম টেস্টে টস জিতে ফিল্ডিং নেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে অভিষেক থেকে টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
প্রথম দিন ভাগ্যের খুব একটা সহায়তা পায়নি নিউ জিল্যান্ড। শূন্য রানে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন রস টেইলর। দুইবার রান আউটের সুযোগ হাতছাড়া করেছেন ম্যাককালাম নিজে। ডগ ব্রেসওয়েলের বল স্টাম্পে লাগলেও পড়েনি বেল।
ভাগ্যের সহায়তা পাওয়া মেন্ডিস অবশ্য বেশি দূর যেতে পারেননি। ৩১ রান করে টিম সাউদির বলে বিজে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি হন তিনি। এর আগে একইভাবে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে।
আক্রমণাত্মক ব্যাটিং করা দিনেশ চান্দিমালের সঙ্গে উদারা জয়াসুন্দরার ৭১ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় শ্রীলঙ্কা। ওভার প্রতি ৪.৪৩ করে রান তোলা এই জুটি ভাঙে জয়াসুন্দরার (২৬) রান আউটে।
এরপর বেশিক্ষণ টেকেননি নিউ জিল্যান্ড সফরে টানা তৃতীয় অর্ধশতকের পথে থাকা চান্দিমালও। ব্রেসওয়েলের বলে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৬ বলে ৪৭ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
দুই থিতু ব্যাটসম্যানের দ্রুত ফিরে যাওয়ার কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি ম্যাথিউস-মালিন্দা সিরিবর্ধনে। তাদের ১৩৮ রানের জুটিতে এক সময়ে ৪ উইকেটে ২৫৯ রানের দৃঢ় অবস্থানে পৌঁছয় শ্রীলঙ্কা।
৬২ রান করা সিরিবর্ধন আর ৬৩ রানে অপরাজিত থাকা ম্যাথিউসের ব্যাট থেকে আসে ৫টি করে চার ও তিনটি করে ছক্কা। এই প্রথম একই টেস্ট ইনিংসে নিজেদের দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে তিনটি করে ছক্কা দেখল শ্রীলঙ্কা।
দিনের শেষ সেশনে জোড়া আঘাতে সিরিবর্ধনে ও কিথুরুয়ান ভিথানাগেকে ফিরিয়ে নিউ জিল্যান্ডকে ম্যাচে ফেরান ট্রেন্ট বোল্ট। টেইলরকে ক্যাচ দিয়ে শেষ হয় সিরিবর্ধনের ৮১ বলের ইনিংস। আর তিন বলে শূন্য রানে ফিরেন ভিথানাগে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে রান আউট হয়ে ফিরে যান রঙ্গনা হেরাথও। নিউ জিল্যান্ডের বোল্ট ও সাউদিন দুটি করে উইকেট নেন। বিডি নিউজ।


No comments:
Post a Comment