Social Icons

Wednesday, December 2, 2015

বুর্জ খলিফাকে হারাতে বিশ্বের উচ্চতম স্কাইস্ক্র্যাপার তৈরি করছে সৌদি আরব

বিশ্বের উচ্চতম স্কাইস্ক্র্যাপার তৈরি করতে চলেছে সৌদি আরব। প্রায় এক কিলোমিটার স্থান জুড়ে এই স্কাইস্ক্র্যাপার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জিদাহর রেড সি পোর্টের এক নির্মাণ সংস্থা। এই মুহূর্তে বিশ্বের উচ্চতম স্কাইস্ক্র্যাপার দুবাইয়ের বুর্জ খলিফার থেকেও ৫৫০ ফুট লম্বা হতে চলেছে এই স্কাইস্ক্র্যাপার। যার উচ্চতা হবে ৩,২৮০ ফুট।
দেশের দুটি নির্মাণ সংস্থা জিদাহ ইকনমিক কোম্পানি ও অ্যালিনমা ইনভেস্টমেন্টের মধ্যে রবিবার ১.২ বিলিয়ন মার্কিন ডলার চুক্তি হয়। ২০২০ সালের মধ্যে বাস্তবায়িত হবে এই স্কাইস্ক্যাপার। মোট ২০০ তলা এই অট্টালিকার ২৬ তলা এর মধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
২০১০-এ তাইওয়ানের ১,৬৭০ ফুট উঁচু তাইপেই টাওয়ারের থেকে বিশ্বের উচ্চতম অট্টালিকার খেতাব ছিনিয়ে নেয় বুর্জ খলিফা। ২০০৩ থেকে তাইপেই ছিল বিশ্বের উচ্চতম অট্টালিকা। তার আগে পর্যন্ত মালয়শিয়ার কুয়ালা লামপুরের ১,৪৮৩ ফুট উঁচু পেট্রোনা ছিল বিশ্বের উচ্চতম অট্টালিকা। ১৯৯৮এ শিকাগোর ১,৪৫১ ফুটের সিয়ার্স টাওয়ারকে হারিয়ে এই সম্মান অর্জন করেছিল পেট্রোনা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates