Social Icons

Monday, December 21, 2015

জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নেয়ার হুমকি ইসরাইলের

সাম্প্রতিক সহিংসতার পর জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ইসরাইল। এতে আক্রান্ত হতে পারে ২ লাখ ৩০ হাজারেও বেশি ফিলিস্তিনি। বিশেষজ্ঞতা আশঙ্কা করছেন জেরুজালেমে জনসংখ্যাতাত্ত্বিক ভারসম্য পাল্টানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এ খবর দিয়েছে বৃটেনের ইন্ডিপেন্ডেন্ট। পরিচয় পত্রের সুবাদে আনুমানিক সাড়ে তিন লাখ ফিলিস্তিনির পূর্ব জেরুজালেমে কাজ করা ও মুক্তভাবে চলাফেরার অধিকার রয়েছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিছু ফিলিস্তিনির কাছ থেকে বসবাসের অধিকার ফিরিয়ে নেয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন। কিন্তু ইসরাইলের হিব্রু চ্যানেল ২ এবং তুরস্কের আনাদুলু এজেন্সির রিপোর্টে নতুন যে পরিসংখ্যান দেয়া হয়েছে তাতে দেখা যাচ্ছেব এতে ২০০৩ সালে স্থাপিত পৃথকীকরণ দেয়ালের ভেতরে থাকা ফিলিস্তিনিরাও ক্ষতিগ্রস্থ হবেন। এতে করে জেরুজালেমের জনসংখ্যাতাত্ত্বিক ভারসম্য মারত্মক হুমকির মুখে পড়বে। আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, জেরুজালেমের পৃথকীকরণ দেয়ালের বাইরে থাকে ১ লাখ ৪৫ হাজার ফিলিস্তিনি। আর ১ লাখ ৯৫ হাজারের বসবাস দেয়ালের ভেতরে। ফিলিস্তিনি বসতিস্থাপন বিষয়ক বিষয়ক বিশেষজ্ঞ কাহিল তুফাকজি আনাদুলু এজেন্সিকে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের প্রস্তুত করা পরিকল্পনা অনুযায়ী, ২০১২ সালের মধ্যে জেরুজালের ইহুদী প্রধান শহর হয়ে দাড়াবে। তাদের সংখ্যা হবে ৮৮ শতাংশ। আর আরব-সংখ্যালঘুদের ১২ শতাংশ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates