Social Icons

Tuesday, December 1, 2015

বাংলাদেশকে নিয়ে একি বললেন মার্ক জুকার বার্গ

গতকাল আমেরিকার ওয়াশিংটনে ফেসবুক আয়োজিত এক সেমিনারে ফেসবুকের জনক মার্ক জুকার বার্গ বাংলাদেশ ফেসবুক বন্ধ করে দেওয়ার প্রতি নিন্দাও জানিয়েছেন । তিনি আরও বলেন অতিবিলম্বে যদি বাংলাদেশে সরকার ফেসবুক খুলে না দেয় তাহলে বাংলাদেশ তার ভিশন-২০২১,  ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে  পিছিয়ে পড়বে। ফেসবুক এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ ডিজিটাল দেশ গঠনে বিশেষ ভুমিকা রাখতে পারে। সেমিনারে আমেরিকা ভারত বেশ কয়েকটি দেশের বক্তরা এই বিষয়ে বক্তব্য দেন জানান। বাংলাদেশ ফেসবুক বন্ধ হওয়াতে ফেসবুক কোম্পানির ও ক্ষতি হচ্ছে, কারন বাংলাদেশের ই-কমার্স সাইট সহ অনেক কোম্পানিই ফেসবুক এ বিজ্ঞপন দিত কিন্তু এখন সেটি হচ্ছে না। উল্লেখ, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থত কর্মকর্তারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন। আশা করি খুব দ্রুতই সকলের জন্য সরকার ফেসবুক উন্মুক্ত করে দিবেন। ভিন্ন.কমে আমরা প্রতিদিন অনেক ম্যাসেজ পাই বাংলাদেশ ফ্রিল্যান্সারদের কাছ থেকে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আবার ফেসবুক চালু হবে। কখন আবার ওরা আগের মত অনলাইনে আয় করবে। কেউ কেউ বলেন শুধু আমার ক্ষতি হলে এটা মেনে নেয়া যেত। সারা বাংলাদেশে অনেকেই এখন আউট সোসিং করে । তাদের ভবিষ্যত এখন হুমকীর মুখে। বাংলাদেশের রেমিট্যান্স আয়ের অন্যতম উৎস এখন ফেসবুক। সবাই এখন তাদের পণ্যের প্রচার চালায় ফেসবুকে। হাজার হাজার তরুন ফেসবুকের মাধ্যমে সাবলম্বী হয়েছে। এখন তারা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে যাবার হাত  থেকে বাচাতে হবে। প্রয়োজনে ফেসবুকে ব্যবহার নীতিমালা করা হোক তাও এভাবে ফেসবুক আর বন্ধ না করে দ্রুত চালু করা হউক। ডিজিটাল বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে । তাই সরকারের সম্পৃক্ত মন্ত্রাণালয়েরে কাছে আকুল আবেদন ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিন। আমরা আশাকরি এই বিষয় গুলি বিবেচনা করে সরকারের মধ্যেকার প্রযুক্তি মনস্ক ব্যক্তিগন এগিয়ে আসবেন এবং এই পরিস্থিতির মধ্য হতে আমাদের উদ্ধার করবেন।



  •  আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমাদের ফেইজবুক-এ লাইক দিয়ে

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates