Monday, December 21, 2015
চীনে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ ৯১
চীনের একটি শিল্প পার্কে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৯১ জন নিখোঁজ রয়েছে। ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে ৩৩ টি ভবন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে এ খবর দিয়েছে সিএনএন। রোববার ভুমিধসের ঘটনাটি ঘটে চীনের দক্ষিনে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে। দেশটির সরকার জরুরি উদ্ধার অভিযানের নির্দেশ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কমপক্ষে ১৩ জন। তিনজনের অবস্থা গুরুতর। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী। স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ভুমিধসের খবর পায় পুলিশ। বর্তমানে ৭ শতাধিক মানুষ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার প্রচেষ্টায় রয়েছে ১১ টি অগ্নিনির্বাপন দল, চারটি ড্রোন এবং ডগ স্কোয়াডের ৩০ টি তল্লাশি কুকুর। কর্মকর্তারা একটি রেসকিউ কমান্ড সেন্টার স্থাপন করেছেন। ঘটনাস্থলে চিকিৎসা দেয়ার জন্য স্থাপন করা হয়েছে তিনটি আশ্রয়কেন্দ্র। এখন পর্যন্ত ১৪ জন ব্যক্তি উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। চীনের ভুমি ও সম্পদ বিষয়ক মন্ত্রণালয় বলছে, ভুমিধসটি কোন প্রাকৃতিক কারণে ঘটেনি। মানুষের তৈরি মাটির স্তুপ থেকে এর সূত্রপাত।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment