Social Icons

Monday, December 7, 2015

কলম্বিয়ায় স্বর্ণ ও রত্নবোঝাই স্প্যানিশ জাহাজের সন্ধান

সালটা ১৭০৮। স্পেন-ব্রিটেন যুদ্ধ চলছিল। আমেরিকা মহাদেশের বিভিন্ন স্প্যানিশ কলোনি থেকে স্বর্ণ, রুপাসহ বিভিন্ন দামি রত্নবোঝাই করে স্যান জোসে জাহাজ ফিরছিল স্পেন। কিন্তু বর্তমান কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে স্প্যানিশ নৌবহরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় ব্রিটিশ যুদ্ধজাহাজ। স্যান জোসে দখলের চেষ্টা করে ব্রিটিশরা। তবে ওই নৌযুদ্ধে ধ্বংস হয় স্যান জোসে। তবে যুদ্ধের পর বেঁচে যায় ৬০০ নাবিক।
৩০৭ বছর আগে কলম্বিয়ার ক্যারিবীয় সাগরে ডুবে যাওয়া রত্নবোঝাই জাহাজ স্যান জোসের এই কাহিনী গল্প, উপন্যাস থেকে ফিচার সংবাদ কত কিছুই না হয়েছে। শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ অনেকেরই এই কাহিনী জানা। 
সম্প্রতি রত্নবোঝাই জাহাজ স্যান জোসের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে কলম্বিয়া সরকার। আর এর মাধ্যমে ইতি ঘটল ৩০৭ বছর পুরোনো রহস্যের। বিশেষজ্ঞদের মতে, সন্ধান পাওয়া জাহাজে অমূল্য কিছু রত্ন ও স্বর্ণালংকার পাওয়ার কথা।
আজ রোববার কলম্বিয়ার বন্দরনগরী কার্তাজেনায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, স্যান জোসে রত্নবোঝাই জাহাজ মানব ইতিহাসের সবচেয়ে দামি গুপ্তধন। প্রেসিডেন্ট সান্তোস আরো বলেন, বিশেষজ্ঞরা গত ২৭ নভেম্বর স্যান জোসে জাহাজের অবস্থান নিশ্চিত করেছেন। জাহাজটি এমন স্থানে পাওয়া গেছে, যেখানে এর আগে কখনো খোঁজা হয়নি। আর জাহাজ খোঁজার অভিযানে কলম্বিয়ায় আরো পাঁচটি ডুবে যাওয়া জাহাজের সন্ধান পাওয়া গেছে।
আলজাজিরা প্রতিবেদনে বলা হয়, অনেক দশক ধরেই রত্নশিকারিরা স্পেনীয় জাহাজের খোঁজে অভিযান চালিয়ে আসছিল। এসব অভিযানে অনেক জাহাজ ও জাহাজের ভগ্নাংশ পাওয়া গেলেও পুরো জাহাজটি কখনোই পাওয়া যায়নি।
স্যান জোসে জাহাজ খোঁজার অভিযানে অনেক বছর ধরেই লেগেছিল কলম্বিয়া। ১৯৮৫ সালে টাইটানিক উদ্ধারে সফল দলটির সঙ্গে বিদেশি গবেষকদের নিয়ে একযোগে অভিযান চালায় তারা। এমনকি ৩০৭ বছর আগে ক্যারিবীয় সাগরের আবহাওয়া নিয়েও গবেষণা হয়।
স্যান জোসে খোঁজায় যুক্ত গবেষকরা বলেন, জাহাজটি কাত হয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হয়, ব্রোঞ্জের ভারী কামানের কারণেই জাহাজটি এভাবে ডুবে ছিল।
কলম্বিয়ান ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্টরির প্রধান আরনেস্ট মন্টেনিগ্রো বলেন, ডুবন্ত জাহাজের কাছে এমন জিনিসপত্র পাওয়া গেছে যা নিশ্চিত করেছে এটি স্যান জোসেই। 
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সি সার্চ আর্মাডা দাবি করেছে, তারা আগেই স্যান জোসে খুঁজে পেয়েছিল। তবে ওই জাহাজটি স্যান জোসে কি না তারা নিশ্চিত ছিল না। আর কলম্বিয়া সরকারের সঙ্গেও এর স্বত্ব নিয়ে ঝামেলা হয়। যুক্তরাষ্ট্রের আদালত কলম্বিয়ার পক্ষেই রায় দেন।
দক্ষিণ আমেরিকার নৃবিজ্ঞানী ফ্যাবিয়ান সানাব্রিয়া এএফপিকে বলেন, কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে প্রায় হাজারের অধিক জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে রত্নবোঝাই জাহাজডুবির ঘটনা আছে মাত্র ছয় থেকে ১০টি।  এর মধ্যে স্যান জোসের উদ্ধারের ঘটনাই সবচেয়ে বড়।


No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates