৫ বছরে ২ লাখ ৭০ হাজার নিহত, শরণার্থী ৪৭ হাজার
ছয় বছরে পা রাখল সিরিয়ার ‘গৃহযুদ্ধ’। পাঁচ বছর আগে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আড়াই লক্ষাধিক লোক নিহত হয়েছে। দেশটির জনসংখ্যার অর্ধেকরও বেশি উদ্বাস্তু হয়ে পড়েছে এবং দেশটির বিরাট অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর এএফপির। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার লোক নিহত হয়েছে। তাদের মধ্যে সাড়ে ২৩ হাজার শিশুসহ প্রায় ৮০ হাজার বেসামরিক নাগরিক রয়েছে। তবে আশংকা করা হয়ে থাকে, সরকার বিদ্রোহী বা জিহাদিদের হাতে আটক অবস্থায় অজ্ঞাত সংখ্যক লোক নিহত হওয়ায় এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের তদন্তকারীরা সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন কারাগার এবং বন্দি শিবিরগুলোতে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ তোলেন। চলতি মাসে একটি ফরাসি বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বলেছে, যুদ্ধে এ পর্যন্ত ১০ লাখ লোক আহত হয়েছে। জানুয়ারিতে একটি সিরিয়ান ত্রাণ সংস্থা দেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে উপর্যুপরি বোমা বর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ২০১১ সাল থেকে দেশটিতে ১৭৭টি হাসপাতাল বিধ্বস্ত এবং প্রায় ৭শ’ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। জানুয়ারিতে জাতিসংঘ জানিয়েছে, দেশটির যুদ্ধ-পূর্ব ২ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ১ কোটি ৩৫ লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
Saturday, March 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment