শুধুমাত্র দুঃসংবাদ কিংবা ক্রোধের কারণেই নয়, তীব্র আনন্দেও হতে পারে হার্টের সমস্যা। এমনকি বন্ধ হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়াও। এমনটাই দাবি করলেন সুইস গবেষকরা।ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণা গ্রন্থে দাবি করা হয়, প্রতি ২০টি হৃদযন্ত্রের সমস্যায় একটি হয় আনন্দের কারণে।
অত্যাধিক আনন্দের ঘটনায় হৃদপিণ্ডের একটি অংশ বেশি প্রসারিত হওয়ার ফলে বাড়তি চাপ সৃষ্টি করে। দি ইউনিভার্সিটি হসপিটাল জুরিখ পরিচালিত এই গবেষণাতে বলা হয়েছে, এ ধরনের সমস্যা সাধারণত সাময়িক। কিছু সময় পরই আক্রান্ত ব্যক্তি সুস্থ্য বোধ করতে পারেন।
১৭৫০ জন রোগীর উপর চালানো গবেষণায় দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠার, ছেলের বিয়ে, ৫০ বছর পর বন্ধুর সঙ্গে দেখা, দাদী-নানী হওয়ার খবর, রাগবির কোনো ম্যাচে প্রিয় দলের জয়, ক্যাসিনোর জ্যাকপট জয় ইত্যাদি সংবাদে হৃদপিণ্ডে সমস্যার সৃষ্টি হয়েছে।
গবেষকদের একজন ডাক্তার জেলেনা ঘাদরি বলেন, দুঃখ এবং আনন্দের ঘটনায় ‘আবেগিক পথ’ একই হওয়ায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়।
ব্রিটিশ হেলথ ফাউন্ডেশনের মেডিক্যাল পরিচালক অধ্যাপক পিটার ওয়াইসবার্গ বলেন, ‘খুব কম ক্ষেত্রেই এমনটি ঘটে বলে গবেষণায় দেখা গেছে। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন। বোঝা প্রয়োজন, কীভাবে এ ধরনের আবেগের প্রকাশ সাময়িকভাবে হৃদপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে।’
তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
No comments:
Post a Comment