কানাডার বিতর্কিত দ্বৈত এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব আইন বাতিল করতে যাচ্ছে বর্তমান লিবারেল সরকার। ইমিগ্রেশন ও সিটিজেনমন্ত্রী জন ম্যাককালাম এই সংক্রান্ত একটি বিল সংসদে পেশ করেছেন। সেই সাথে আরো বেশ কিছু বিধি বিধান বাতিলের তালিকায় রয়েছে এই উপস্থাপিত বিলে। তা হলো বিগতস্টিফেন হারপারের কনজারভেটিভ সরকারের চালু করা নাগরিকত্ব বাতিলের বিধান, নাগরিকত্বের জন্য কত বছর কানাডায় শারীরিকভাবে অবস্থান, ভাষার দক্ষতা, ওয়ার্কপারমিট, আন্তর্জাতিক শিক্ষার্থী, রাজনৈতিক আশ্রয়ের নিয়মনীতি ইত্যাদি।
এব্যাপারে ইমিগ্রেমন মন্ত্রী ম্যাককালাম বলেছেন, আইনের দৃষ্টিতে কানাডার সকল নাগরিকের অধিকার সমান। একক শ্রেনী বা দ্বিতীয় শ্রেনীর নাগরিক কানাডার নীতিবহির্ভূত। প্রথম নাগরিক নাকি দ্বৈত নাগরিক, এ বিষয়টি একেবারে অবান্তর! কে কানাডায় জন্মগ্রহনকারী অথবা ভিন্ন কোনো দেশ থেকে এসে নাগরিকত্ব পেয়েছেন, তাগুরুত্বপূর্ণ নয়। সকল একক দ্বৈত না দ্বৈত নাগরিকত্ব তাতে অধিকারের কোনো হেরফের করে না।
সংসদে পেশকৃত এই বিল পাশ হলে নাগরিকত্ব পাওয়া যেমন সহজ হবে, তেমনি জাষ্টিন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি আরেক দফা এগিয়ে যাবে।
No comments:
Post a Comment