কানাডার আলবার্টার তেল সমৃদ্ধ নগরী ফোর্ট ম্যাকমারের দাবানল পরবর্তী ২৪ ঘণ্টায় দ্বিগুণ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা এই আশঙ্কার কথা জানিয়েছেন।
বর্তমানে এ দাবানল প্রায় ৪০০ বর্গমাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বাতাসের কারণে এটি আরো ভয়ংকর রূপ ধারণ করছে। দাবানল এখন এ শহর থেকে আরো অনেক দিকে ছড়িয়ে পড়ছে। এ দাবানলের কারণে গত সপ্তাহের গোড়ার দিকে এ নগরী থেকে ৮০ হাজারেরও বেশী লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এতে অধিকাংশ লোক দক্ষিণাঞ্চলে গেলেও আরো অনেকে উত্তরাঞ্চলের দিকেও চলে যায়। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে প্রায় দেড় হাজার যানবাহন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রাদেশিক সরকার শুক্রবার জানায়, প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ দাবানল ছড়িয়ে পড়েছে। অগ্নি নির্বাপণ বিষয়ক কর্মকর্তা শাদ মোরিসন জানান, শনিবারের শেষ নাগাদ এ দাবানল দ্বিগুণ আকার ধারণ করতে পারে বলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে। এএফপি।


No comments:
Post a Comment