শেষ ম্যাচে গড়ানো রোমাঞ্চকর লড়াইয়ে এক পয়েন্টের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে সান্তিয়াগো বার্নাব্যুর দলটির কোচ জিনেদিন জিদান মনে করেন, যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে তাদের প্রতিপক্ষরা।
শনিবার রাতে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারায় রিয়াল। একই রাতে একই সময়ে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতে নেয় বার্সেলোনা। একসময় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল প্রতিপক্ষের হোঁচটের সুযোগে শেষ পাঁচ রাউন্ড আগে ব্যবধান ১ পয়েন্টে নিয়ে আসে। শেষ পর্যন্ত আর এই ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি লিগের শেষ ১২টি ম্যাচেই জেতা দলটির।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দল নিয়ে গর্বিত জিদান প্রতিপক্ষ বার্সেলোনাকে প্রাপ্য প্রশংসাটুকু দেন। আমরা সবাই হতাশ; কিন্তু ৩৮টি ম্যাচ খেলা হয়ে গেছে, এখন আর আমরা কিছু বদলাতে পারব না। বার্সেলোনাই লা লিগা জয়ের যোগ্য ছিল।
গ্রানাডাকে হারিয়ে ৯১ পয়েন্ট নিয়ে লা লিগার ২০১৫-১৬ মৌসুম শেষ করেছে বার্সেলোনা। ৯০ পয়েন্ট নিয়ে শেষ করল রিয়াল। লিগের মুকুট পুনরুদ্ধার করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ থাকছে জিদানের দলের। আগামী ২৮ মে ইতালির মিলানের সানসিরো স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। আপাতত সেদিকেই মনোযোগ দিতে চান কোচ। গোল.কম।


No comments:
Post a Comment